বিতর্ক যেন পিছুই ছাড়ছে না রূপম ইসলামের। কিছুদিন আগে একটি শোয়ের পরই এক ভক্ত ছুটে গিয়ে রকস্টারের সঙ্গে সেলফি তুলতে যান। তাতেই মেজাজ হারান রূপম। ছুটে এসে তাঁকে গালিগালাজ করেন 🐽গায়ক। এর জেরেই উসকে যায় বিতর্ক। কেউ তাঁকে সমর্থন করেন। কেউ তার বিরোধিতা ক﷽রেন। এবার গোটা বিষয় নিয়েই মুখ খুললেন রূপম ইসলাম। তিনি রানাঘাটের একটি শোতে এসে বললেন এবার তিনি আর গালিগালাজ দেবেন না। অন্য ভাবে শিক্ষা দেবেন এমন ভক্তদের।
কী বললেন রূপম?
কিছুদিন আগে একটি শোতে রূপম বলেছিলেন, 'তোমাদের তো ছবি তোলা দরকার, গান শোনা দরকার। গান শুনতে টিকিট কেটেছ, তার সঙ্গে ছবি তোলা ফাও। ন্যায্য দাবি। তোমার মুখ, আমার মুখ পাশাপাশি, ক্ষণিকের হাসাহাসি। সেটাও ফ্রেমে বাঁধানো হবে, সেটা যাবে ফেসবুকে। দেখিয়ে শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি। তাইꦐ যাই আসি বলি মুখে। ঠিক আছে ছবি তুলব। কিন্তু ২০ মিনিট চেয়ে নেব। সেই ২০ মিনিট আমার। অনুষ্ঠানের পর স্টেজ থেকে নেমে যাব, তারপর সেই ২০ মিনিট আমায় দিতে হবে। ওই ২০ মিনিটে আমার যে নিঃশ্বাস বেরিয়ে গিয়েছিল স্টেজে ওটা ফিরিয়ে আনব। ৫০ বছর বয়স হয়ে গেল তো, এটুকু দাবি করতে পারি।' অর্থাৎ তাঁর কথা অনুযায়ী শোয়ের পর কুড়ি মিনিট তাঁর। এই সময় তাঁকে বিরক্ত করা বা সেলফি তোলা যাবে না। যদি কেউ তাও সেটা করেন তাহলে তাঁকে যে আর স্রেফ গালিগালাজ দিয়ে থামবেন না সেটাই রানাঘাটের শো থেকে স্পষ্ট করে দিলেন। বললেন, 'কানটি মুলে ভাষা শিক্ষা করিয়ে দেব।'
আরও পড়ুন: 'সম෴য়টা আমার, ভাষাটাও আমার...' ভক্তকে গালাগালি দেওয়ার পর সাফাই রূপমের, শেখালেন সেলফি তোলার নিয়ম
আরও পড়ুন: শুভদীপের গানে হইচই পড়ে গেল ইন্ডিয়ান আ💞ইডলের মঞ্চে! কী এমন করলেন ꧙বাংলার এই ছেলে?
তিনি তাঁর অতীতের কথাও টেনে আনেন এদিন। বলেন, 'আജমার বাবা-মা কষ্মিনকালেও বাংলা রক লেখেননি। আমার বাবা বলেছিল তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে কেন এসব ছাইপাশ করতে গেলি। আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সে🐼ই লোক।'
আরও পড়ুন: দিল বেচারার পরিচালকের উপর রেগে আগুন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা! কী করলেন ম🍰ুকেশ ছাবরা?
নিজের ভাষার বিষয়ে ব্যাখ্যা করে বলেন, 'মহীনের ঘোড়াগুলির তাপস বাপিদা বলে গি🅰য়েছিলেন যে রূপমের কাছে ভাষা শিক্ষা করা দরকার। এটা লিখিত আছে। আমার কাছে আসবে ওই কুড়ি মিনিটে ভাষা শিক্ষা করিয়ে দেব। কানটি মুলে ভাষা শিক্ষা করিয়ে দেব।' তারপর বললেন, 'আমি লোকটি অসভ্য জানোয়ার।, কিন্তু লোকটি আমিই আমি। অপদার্থ জন্ম আম🧸ার, অপদার্থ কর্ম আমার। আমি অহংকারী। হ্যাঁ আমিই আমি।'