এদিন দুপুরে রটে যায় সাবিত্রী চট্টোপাধ্যায় নাকি অসুস্থ। জানানো হয় তিনি মৃণাল সেন সম্পর্কিত একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। খোলা মাঠে বসে থাকার দরুন তাঁর ঠান্ডা লেগে গিয়ে জ্বর হয়েছে। তবে অভিনেত্রী এ কথা অস্বীকার করে জানান তিনি মোটেই অসুস্থ নন। বরং ঠিক আছেন।
বর্ষীয়ান অভিনেত্রীকে এদিন ফোন করা হলে তিনিই ফোন ধরেন। তাঁকে যখন জিজ্ঞেস করা হয় তিনি এখন কেমন আছেন পাল্টা প্রশ্ন করে অভিনেত্রী জানতে চান, 'কে বলল আমি অসুস্থ? আমি একদম ঠিক আছি। ভালো আছি।' ফলে তাঁর অগণিত ভক্তদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল সেটার উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি নিশ্চিত করেন যে তিনি ঠিক আছেন।
প্রসঙ্গত কিছুদিন আগে আরেক বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তিনি মৃণাল সেনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়েই তাঁর ঠান্ডা লাগে এবং অবস্থার অবনতি হয়।