বাংলা নিউজ > বায়োস্কোপ > ISPL: অবিশ্বাস্য! মুনাওয়ারের বলে আউট ক্রিকেটের ঈশ্বর সচিন! ২ উইকেট নিলেন ক্যাপ্টেন অক্ষয়ও
পরবর্তী খবর
ISPL: অবিশ্বাস্য! মুনাওয়ারের বলে আউট ক্রিকেটের ঈশ্বর সচিন! ২ উইকেট নিলেন ক্যাপ্টেন অক্ষয়ও
1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2024, 10:23 PM ISTSubhasmita Kanji
ISPL: এবারের আইএসপিএলের প্রথম ম্যাচেই আউট হলেন সচিন তেন্ডুলকর। অপরাজিত থাকতে পারলেন না ক্রিকেটের ঈশ্বর। ভাইরাল সেই ভিডিয়ো।
মুনাওয়ারের বলে আউট ক্রিকেটের ঈশ্বর সচিন!
যাঁকে সকলেই ক্রিকেটের ঈশ্বর বলে জানেন তিনি কিনা এভাবে আউট হলেন! অবিশ্বাস্য! কার কথা বলছি? কার আবার। সচিন তেন্ডুলকর। সদ্যই শুরু হয়ে গেল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা ISPL। সেখানে প্রথম ম্যাচে আউট হলেন সচিন তেন্ডুলকর।
৬ মার্চ ছিল ISPL এর প্রথম ম্যাচ। সেখানেই বিগ বস ১৭ এর বিজয়ী মুনাওয়ার ফারুকির বলে আউট হন সচিন তেন্ডুলকর। বর্তমানে সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন সেটা।
৬ মার্চ উদ্বোধন হল আইএসপিএলের। মুম্বইতে আইএসপিএলের উদ্বোধন হয়, সেখানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা, ক্রিকেটাররা। এসেছিলেন রাম চরণ, অক্ষয় কুমার, সুরিয়া, বোমান ইরানি, সচিন তেন্ডুলকর, প্রমুখরা। অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনকেও দেখা যায়। আইএসপিলের উদ্বোধনী অনুষ্ঠানে বোমান ইরানি , রাম চরণ, অক্ষয়দের একসঙ্গে জমিয়ে নাচতে দেখা যায়। অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের পর, এদিনও তাঁরা নাটু নাটু গানে নাচ করেন। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ তাঁদের আগামী ছবি বড়ে মিয়া ছোটে মিয়ার টাইটেল ট্র্যাকে পারফর্ম করেন। আইএসপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সচিন তেন্ডুলকর।
এদিন মাস্টার ইলেভেন এবং খিলাড়ি ইলেভেনের মধ্যে খেলা হয়। আর সেখানেই মুনাওয়ার ফারুকির বলে আউট হল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ক্রিকেটের ঈশ্বরের সেই আউট হওয়ার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কেবল মুনাওয়ার নন, এই টিমের অর্থাৎ খিলাড়ি ইলেভেনের ক্যাপ্টেন অক্ষয় কুমার নিজেও দুটো উইকেট নেন।