সম্প্রতি স্টার জলসা এবং জি বাংলা, দুই চ্যানেলের তরফে জানানো হয়েছে তারা রাণী ভবানীকে নিয়ে আসছেন ছোট পর্দায়। কাদম্বিনী দেবীর পর এবার রাণী ভবানীকে নিয়ে টানাটানি। কিন্তু এই সিরিয়াল ঘোষণার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন ঘুরছে যে দুই চ্যানেলে কাদেরকে দেখা যাবে এই চরিত্রে? স্টার জলসা ইতিমধ্যেই জানিয়েছে তাদের চ্যানেলে রাজ রাজেশ্বরী রাণী ভবানী হয়ে ধরা দেবেন রা🌠জনন্দিনী পাল। প্রশ্ন জি বাংলায় তবে কাকে দেখা যাবে? মাঝে শোনা যাচ্ছিল সন্দীপ্তা সেনের নাম। তবে অভিনেত্রী সেই গুজবকে উড়িয়ে দিলেন এদিন।
কী ঘটেছে?
সম্প্রতি বাংলার এক প্রথম সারির সংবাদপত্রের তরফে একটি রিপোর্টে জানানো হয় সন্দীপ্তা সেনের কাছে নাকি প্রস্তাব গিয়েছে রাণী ভবানী হওয়ার। যদিও ফাইনাল কিছুই🀅 হয়নি। তবে সেই খবর প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায়। অভিনেত্রীর অনুরাগীরা দারুণ খুশি হন যে তাঁকে আবার রোজ ছোট পর্দায় দেখা যাবে। কিন্তু এদিন সেই জল্পনাকে খারিজ করে দিলেন খোদ সন্দীপ্তা সেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানালেন যেটা রটেছে সম্পূর্ণ ♒ভুল।
সন্দীপ্তা তাঁর পোস্টে লেখেন, 'বিগত কিছুদিন ধরে অনেকেই আমাকে ফোন করে জা𒁏নতে চাইছেন, আমি একটি বড় টিভি চ্যানেলের জন্য কোন মেগা সিরিয়ালে অভিনয় করছি কি না? কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, এই খবরটি একেবারেই সত্য নয়। আমি জানি, আপনারা অনেকেই আমাক𒁃ে আবার ছোট পর্দায় দেখতে চান—আপনাদের এই ভালোবাসা ও অপেক্ষার জন্য আমি চিরকৃতজ্ঞ। অবশ্যই ফিরব, তবে তখনই যখন সত্যিই মন ছুঁয়ে যাওয়া কোনও চরিত্রে কাজের সুযোগ আসবে।' তিনি এদিন আরও লেখেন, 'এই মুহূর্তে আমি কোনও সিরিয়ালে কাজ করছি না। যখন করব, নিশ্চয়ই নিজেই জানাবো আপনাদের। যাঁরা আগেই শুভেচ্ছা জানিয়েছেন বা খুশি হয়েছেন, তাদের সবার প্রতি ভালোবাসা ও ধন্যবাদ।'
আরও পড়ুন: খুদেদের জন্য গানের নতুন রি♒য়েলিটি শো আনছে জ𝄹ি, জিতলেই প্লেব্যাক সহ একাধিক সুযোগ! কোথায় কবে অডিশন?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সন্দীপ্তা ছাড়াও জি বাংলার রাণী ভবানী হিসেবে চর্চায় নাম উঠে এসেছে স্বস্তিকা দত্তের। তবে শেষ পর্যন্ত কাকে এই ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে সেটা সময়ই বলবে। তবে অন্যদিকে স্টার জলসার তরফে ইতিমধꩲ্যেই রাণী ভবানীর প্রোমো এবং নাম ভূমিকায় কাকে দেখা যাবে সেটা প্রকাশ্যে আনা হয়েছে।