সম্প্রতি চর্চায় রয়েছেন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমরু। কা🌳নাঘুষোয় শোনা যাচไ্ছে নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর ফ্যামিলি ম্যান থেকে সিটাডেলের মতো একাধিক হিট সিরিজ উপহার দেওয়া পরিচালক অর্থাৎ রাজ ডিকে জুটির রাজ নিদিমরুর সঙ্গে প্রেম করছেন সামান্থা। অভিনেত্রীর সদ্য পোস্ট করা বেশ কিছু ছবি উসকে দিয়েছে এই জল্পনা। তার মাঝেই একটি ইঙ্গিতবহ পোস্ট করেছেন রাজের স্ত্রী শ্যামলী। কিন্তু কে তিনি জানেন?
আরও পড়ুন: মানেন না সাধের রীতি, তবুও ছোট করে হবে অন🅠ুষ্ঠান! অহনার বিশেষ দিনে মেনুতে থাকছে কী কী?
কে এই শ্যামলী দে?
রাজ নিদিমরুর সঙ্গে এই বঙ্গতনয়াﷺর ২০১৫ সালে বিয়ে হয়। অর্থাৎ গত ১০ বছর ধরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ। রাজ নিদিমরুর স্ত্রী শ্যামলী দে সিনে জগতে বেশ পরিচিত নাম। তিনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। তবে বর্তমানে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন একাধিক ছবিতে। কাজ করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা, বিশাল ভরদ্বাজ, প্রমুখের সঙ্গে। রং 𒅌দে বসন্তী, ওমকারা সহ বেশ কিছু ছবিতে তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সামান্থা সম্প্রতি একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। তাঁর সেই প্রযোজনা সংস্থার প🎃্রথম ছবিটির পরিচালনা করেছেন রাজ। ছবির প্রচারে দুজনকে দেখা গিয়েছে। স🗹েই থেকে শুরু হয়েছে দুজনের প্রেমের জল্পনা। সম্প্রতি রাজের কাঁধে মাথা রেখে একটি ছবি পোস্ট করেন সামান্থা, আর সেটা দেখে একপ্রকার অভিনেত্রীর অনুরাগীরা ধরে নিয়েছেন যে এভাবেই নাকি তাঁরা তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁরা কিছুই ঘোষণা করেননি। অন্যদিকে রাজ বর্তমানে বিবাহিত।
তবে রাজ এবং সামান্থার প্রেম চর্চার মধ্যে এদিন শ্যামলী একটি ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন। সেখানেই তিনি লেখেন, 'আমি তাদের সকলকে আশীর্বাদ এবং ভালোবাসা পাঠাচ্ছি, যারা আমার কথা ভাবেন, আমাকে দেখেন, আমাকে শোনেন, আমার সম্পর্কে শোনেন, আমার সঙ্গে কথা বলেন, আমার সম্পর্কে পড়েন, আমার সম্পর্কে লেখেন এবং আজ আমার সঙ্গে দেখা করেন।' তবে এটা কি এই চর্চাকে কেন্দ্র করেই শেয়ার করেছেন নাকি এই পোস্ট তিনি মাঝে মধ্যেই শেয়ার করেন সেটা স্﷽পষ্ট নয়। কারণ অনেকেই জানিয়েছেন এই বিতর্কিত ইঙ্গিতবহ পোস্টটি শ্যামলী আগেও একবার তাঁর জন্মদিনের সময় শেয়ার করেছিলেন।