বর্তমানে বলিউডে একটি সিক্যুয়েলের ট্রেন্ড দেখা যাচ্ছে। আর সেই ট্রেন্ড মেনেই হেরা ফেরি ৩ ছবিটি মুক্তি পাওয়ার কথা শীঘ্রই। তবে এবার জানা গেল এই ছবিতে অংশ হিসেবে থাকছেন না বাবু ভাইয়া। অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির🐎 এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়꧂াল।
কী ঘটেছে?
প্রিয়দর্শন পরিচালিত হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি হেরা ফেরি ৩ এর জন্য রীতিমত মুখিয়ে আছে দর্শকরা। অক্ষয়, সুনীল এবং পরেশের এই দুর্দান্ত ত্রয়ীকে ফের বড় পর্দায় দেখতে চান তাঁরা। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। বলিউড হাঙ্গামার তরফে জানানো হয়েছে🦩 তিনি এই ছবিটি করছেন না। হেরা ফেরি ৩ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
সূত্রের তরফে উক্ত সংবাদমাধ্যমকে জানানো হয়েছে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য তিনি এই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর কথায়, 'ছবিটির নির্মাতা এবং পরেশ রাওয়ালের মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্স হওয়ায় অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ছবিটি করবেন না।' এরপর যখন এই খবরের সত্যতা যাচাই করার জন্য অভিনেতার সঙ্গে তাঁরা যোগাযোগ করেন পরেশ রাওয়াল সেই জল্পনা সিলমোহর দিয়ে জানান বিষয়টা সত্যি। বাবু ভাইয়া আর হেরা ফেরি ৩ এর অংশ থাকছে না। এই খবর প্রকাশ্যে আসার পরই বির✅ক্ত পরেশ রাওয়ালের অনুরাগী এবং এই ছবির দর্শকরা।
কে কী বলছেন?
এক ব্য🍬ক্তি লেখেন, 'পরেশ রাওয়াল যদি এই ছবিতে না থাকেন তাহলে তো 🅺ছবিতে আর কোনও মজাই থাকবে না।' কেউ আবার লেখেন, 'পরেশ রাওয়াল না থাকলে হেরা ফেরি ৩ বানানোর কোনও দরকার নেই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'যদি এই খবরটা সত্যিও হয় অক্ষয় কুমার ঠিক ওঁকে ফিরিয়ে আনবেন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'হেরা ফেরির কোনও সিক্যুয়েল ওঁকে ছাড়া ভাবাই যায় না। ওঁকে ফিরিয়ে আনুন প্লিজ।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো প্রিয়দর্শনের সঙ্গে হেরা ফেরি ৩ না করতে চাইলেও পরেশ রাওয়াল পরিচালকের ভূত বাংলো ছবিতে কাজ করছেন। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার এবং টাবু। ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। এছাড়া তাঁকে ও🐬য়েলকাম টু দ্য জঙ্গল ছবিটিও রয়েছে তালিকায়।