সদ্যই ঘুমন্ত অপুকে মনের কথা বলেছে আর্য। যদিও সে এখনও জানে না যে, অপু সবটা শুনে ফেলেছে। তবে আপাতত জি বাংলꩲার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ বেশ একটা প্রেম-প্রেম ব্যাপার। কিন্তু দর্শᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকদের উত্তেজনা বাড়াতে নতুন ভিলেনের এন্ট্রি হতে চলেছে। আর্যর থেকে অপুকে দূর করতে, কলকাঠি নেড়েছে মীরাই।
চিরদিনই তুমি যে আমার-এর নতুন প্রোমোতে দেখা গেল, অপর্ণা কলকাতা অফিসে ফেরার সুবাদে, সমস্ত কর্মচারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয় আর্য। সে ঘোষণা করে, যেমন ইচ্ছে পোশাক পরে আসতে পারবে সবাই, নিজের ডেস্ক ছাড়াও যেরকম ইচ্ছে জায়গায় বসতে পারবে সকলে। আর রাতে এমন ম্যাসেজ দেখে, উৎফুল্ল হয়ে ওঠে অপর্ণাও। ভেবে নেয়, পরেরদিন নিশ্চয়ই আর্যস্যার তাঁকে স্পেশাল ফিল করাতে কিছু একটা করবেই কর🌃বে।
এদিকে মীরা ঠিক করে নেয়, ক𒈔িছুতেই সে অপু আর আর্যকে কাছাকাছি আসতে দেবে না! এমনিতেই সে রাতে রাস্তার ধারের সস্তা লজে অপু-আর্যর রাত কাটানোর কথ জেনে গিয়েছে। আর সেই নিয়ে আসে ‘নীল দত্তকে’। যে চরিত্রে অিনয় করবেন অভিনেতা সৌরভ ভট্টাচার্য।
এই তরুণ নীল দত্ত এসে, অপুকে পছন্দ করে ফেলবে, সবটাই অবশ্য মীꦜরার নির্দেশে। আর যা বুঝতে পের𒁏ে, নিজের বয়স নিয়ে আরও হীনমন্যতায় ভুগবে আর্য। ফলে বাড়বে দূরত্ব।