বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: আলোর উৎসবে পরিবারের সঙ্গে শাহরুখ! কালো কুর্তায় 'বাদশা'র থেকে চোখ ফেরানো দায়
পরবর্তী খবর
Shah Rukh Khan: আলোর উৎসবে পরিবারের সঙ্গে শাহরুখ! কালো কুর্তায় 'বাদশা'র থেকে চোখ ফেরানো দায়
1 মিনিটে পড়ুন Updated: 25 Oct 2022, 10:16 AM ISTSanchari Kar
দীপাবলিতে নিজের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের অফিসে গিয়েছিলেন শাহরুখ। বিশেষ দিনে সেজে উঠেছিলেন কালো রঙের কুর্তায়।
কালো কুর্তায় সেজে উঠেছিলেন শাহরুখ।
হাতে একাধিক ছবির কাজ। শ্যুটের জন্য বছরের অনেকটা সময়ই বিদেশে থেকেছেন শাহরুখ খান। তবে ব্যস্ত রুটিন থেকে কিছু সময় নিয়ে আলোর উৎসবে পরিবারের সঙ্গে থেকেছেন তিনি। সোমবার মুম্বইয়ে লেন্সবন্দি হলেন অভিনেতা।
দীপাবলিতে নিজের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের অফিসে গিয়েছিলেন শাহরুখ। বিশেষ দিনে সেজে উঠেছিলেন কালো রঙের কুর্তায়। অফিসের বাইরে গাড়ি থেকে নামতে গিয়ে পাপারাৎজির লেন্সবন্দি অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং কনিষ্ঠ পুত্র আবরাম খান। শাহরুখের সহকারী পূজা দাদলানিকেও দেখা গেল তাঁদের সঙ্গে।
বিগত এক বছরে খুব বেশি জনসমক্ষে আসেননি শাহরুখ। সচেতন ভাবেই নিজেকে আড়ালে রেখেছেন অভিনেতা। এই সংক্ষিপ্ত ভিডিয়োয় তাঁকে চাক্ষুষ করে আপ্লুত অনুরাগী। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, 'ওঁকে এক ঝলক দেখেই আমার মন ভালো হয়ে গেল।' অন্য জন মুগ্ধতা প্রকাশ করে লেখেন, 'সাদামাঠা সাজেও চমৎকার দেখাচ্ছে ওঁকে।'
অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'-এ শাহরুখকে শেষ বার বড় পর্দায় দেখা যায়। হাতে গোনা কয়েক মিনিটের জন্য সেখানে দেখা গিয়েছিল তাঁকে। আর তাতেই বাজিমাত 'বাদশা'র। তাঁর চরিত্রটি নিয়ে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি করার অনুরোধ অনুরাগীদের একটি বড় অংশের।(আরও পড়ুন: গাড়ির পিছনের সিট কালো কাপড়ে ঢাকা! কী লুকোচ্ছেন শাহরুখ? দিওয়ালিতে বিরাট চর্চা)