২০০৮ সালে জার্মান টিভি চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের ভয় সম্পর্কে খোলামেলা কথা বলেছিলেন শাহরুখ খান। কিং খান জানিয়েছিলেন, তিনি সবসময় নিজের পরিবারের জন্য, বিশেষ করে সন্তানের জন্য ভয় পান। তাঁর পরিচয় যেন তাঁর সন্তানদের জীবনে বোঝা না হয়ে ওঠে, এই ভয়টাই ℱসবসময় পান তিনি।
শাহরুখ বলেন, ‘আমি কখনও চাই না আমার সন্তানরা আমার খ্যাতির চাপে পড়ুক। ওরা ওদের নিজেদেরকে প্রমাণ করবে সঠিক সময়। আমি কখনও চাই♛ না ওরা🐷 এই চিন্তা-ভাবনা নিয়ে বড় হোক যে ওরা শাহরুখ খানের সন্তান। আমার জনপ্রিয়তা ওদের চলার পথে বাধা হয়ে দাঁড়াক, এটা আমি কখনও চাই না। এই ব্যাপারটা নিয়ে সবসময় ভয় পাই আমি।’
আরও পড়ুন: সবুজ শাড়িতে শর্মিলা, শ্বেতশুভ্র সিমি, মুগ্ধ ꦑদর্শকরা বললেন, ‘এভাবেই সাজতে হয়…’
আরও পড়ুন: মুক্তি পেল ‘ওয়ার ২🏅’ টিজার, প্রকাশ্যে ছবি মুক্তির তারিখও, কবে আসছে হৃত্বিকের ছ꧋বি?
শাহ𓆏রুখ আরও বলেন, ‘আমি চাই সব সময় আমার সন্তানরা নিজেদের পথ নিজে তৈরি করুক। ওরা আমাকে একজন পিতা হিসাবে চিনুক, সুপারস্টার হিসেবে নয়। আমার জন্য ও🥂দের কোনও কষ্ট হোক এটা আমি কখনও চাই না।’
আরও পড়ুন: অপেশাদার! ‘হেরা ফেরি ৩’ ছেড়ে দেওꦫয়ায় পরেশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত অক্ষয়ౠের
আরও পড়ুন: 'কোটিপতি হলেও ও আদপে মধ্যবিত্ত...', 💛শাহরুখ সম্পর্কে কেন বললেন অনুভ♔ব?
শাহরুখ নিজের🍎 সন্তান এবং পরিবারকে নিয়ে যে কতটা চিন্তিত তা বহুবার বহু জায়গায় প্রমাণ পাওয়া গিয়েছে। একজন সুপারস্টার হলেও তিনি সবার আগে একজন বাবা, একজন স্বামী। একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান হওয়ার সুবাদে তিনি সবসময় ভয় পান নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে।