আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে 'আমার বস♏'। আর তার আগে জোর কদমে ছবির প্রচার চালাচ্ছেন সিনেমার কলাকুশলীরা। আর সেকারণেই 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে হাজির হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। শ্যুটিংয়ের ফাঁকে কী কী ঘটল সেখানে?
টলি অনলাইনের ইনস্টাগ্রামে উঠে 𒅌আসা একটি ভিডিয়োতে শিবপ্রসাদের গাল🔯 টিপে আদর করতে দেখা যায় ছোট্ট ভোম্বলকে। হঠাৎ এসে খুদে সঞ্চালক গাল টিপতেই শিবপ্রসাদ চমকে উঠে বলেন, ‘এই, ওই দেখো…আমাকে আজ ও শেষই করে দেবে।’ এদিকে ভোম্বল বাধা না মেনে ফের একই কাজ করতে থাকে। তারপরই আদো আদো স্বরে কী যেন সব বলতে থাকে সে। যদিও তার কথা ভিডিয়ো দেখে বোঝা সম্ভব হয়নি। যা শুনে অবাক হয়ে পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ বলেন, ‘ওরে একীরে…!’ এরপর ভোম্বলকে নকল করে তিনি নিজেই সেই কথাগুলি বলে ফেলেন।
কাণ্ড দেখে তখন হো হো করে হাসছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আরও একটা ভিডিয়োতে দেখা যায় হঠাৎ করে এসে শ্রাবন্তীকে চিপস খাইয়ে꧃ দেয় ভোম্বল। হাতে করে একটা চিপস এনে আচমকা অভিনেত্রীর মুখেই ঢুকিয়ে দেয় সে। আচমকা এমন ঘটনায় কিছুটা চমকেই গিয়েছিলেন অভিনেত্রী। বোঝাই গেল শ্রাবন্তীকে বেশ পছন্দ হয়েছে তাঁর।