1 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2024, 10:41 AM ISTTulika Samadder
ছোট পর্দায় শ্রুতিকে শেষ দেখা গিয়েছে জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে। স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ে করেছেন ২০২৩ সালেই। ভ্যালেন্টাইন্স ডে-তে করলেন রোম্যান্টিক পোস্ট।
রোম্যান্টিক ছবি পোস্ট শ্রুতি আর স্বর্ণেন্দুর।
২০২৩ সালে আইনি বিয়ে করেছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। চমক হিসেবেই সেই খবর এসেছিল সোশ্যাল মিডিয়াতে। জুলাই মাসের এক রবিবার কেক কেটে, রেজিস্ট্রি কাগজে সইসাবুদ করে হয়েছিল বিয়েটা। শুধু তাই নয়, মালাবদল আর সিঁদুরদানও করেছিলেন।
সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্বর্ণেন্দুর সঙ্গে খানকয়েক রোম্যান্টিক ছবি পোস্ট করে নিলেন শ্রুতি। হলুদ পোশাকে টুইনিং করছিলেন তাঁরা। বরের বুকের কাছে জায়গা করে নিয়েছিলেন, শ্রুতি ঠোঁট ফুলিয়ে তাকিয়েছিলেন স্বর্ণেন্দুর দিকে। আর উলটো দিকের মানুষটার চোখেমুখে শুধুই ভালোবাসা।
ছবিগুলির ক্যাপশনে শ্রুতি লিখলেন, ‘অনেক রাতের পর/ খেলনা বাটির লোভ দেখাস যদি/ আবার ফিরবো ঘর/ ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।’ সত্যিই তো অনেক দিন পরেই দেখা হল স্বর্ণেন্দুর সঙ্গে। মা-বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন সিকিমে। সিল্ক রুটে ঘোরার একাধিক ছবি-ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে। বরফ দেখে খুশি হয়েছিলেন শিশুর মতোই। যা দেখে খুব ভালোবাসাও দিয়েছিল অনুরাগীরা।
শ্রুতি-স্বর্ণেন্দু কখনোই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে বিশেষ রাখঢাক করেননি। প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’র সেটেই মন দিয়েছিলেন। ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দুরই প্রেমে পড়েন। শুধু তাই নয়, তিনিই করেছিলেন প্রোপোজ। বয়সের ফারাকের জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। তবে সেসব তোয়াক্কা না করেই নিয়েছেন একসঙ্গে থাকার সিদ্ধান্ত।
ইতিমধ্যেই নতুন ফ্ল্যাট কিনেছেন শ্রুতি আর স্বর্ণেন্দু। অভিনেত্রী এখনও মা-বাবার সঙ্গে থাকলেও, সামাজিক বিয়ের পর থাকা শুরু করবেন একসঙ্গে। ২০২৫-এই হয়তো অগ্নিসাক্ষী রেখে চার হাত এক হবে।
কাজের সূত্রে, শ্রুতির ধারাবাহিক রাঙা বউ-এর কাজ শেষ হয়েছে সম্প্রতিই। আর তারপরই প্রথম সিনেমার কাজ করে ফেলেছেন অভিনেত্রী। উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি আমার বসে দেখা যাবে তাঁকে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাখি গুলজারকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়।