সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ফিল্মফেয়ারের রিহার্সালের বেশ কিছু ছবি ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। সেখানেই দেখা গেল তিনি তাঁর ফাঁকা সময় কীভাবে, কাদের সঙ্গে কাটিয়েছেন। এমনকি তিনি যখন স্টেজে নাচ প্র্যাকটিস করছেন তখন রাজের সঙ্গে দর্শকাশনে কারা ছিলেন সেটারও ঝলক দেখা গেল।
আরও পড়ুন: ‘বাবুর মা’য়ের নামে নিন্দে করে বেড়াচ্ছেন কিছু মানুষ! অরিজিতা বললেন, 'অপমান করছি...'
কী ঘটেছে?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি যে একজন আদর্শ মা, সেটাই যেন এই ভিডিয়ো আবারও বুঝিয়ে দিল। ফিল্মফেয়ারের রিহার্সালের ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটাতে, খেলতে দেখা গেল শুভশ্রীকে। অভিনেত্রী যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে শুভশ্রী একটি চেয়ারে বসে আছেন, আর তাঁর কোলে রয়েছে তাঁর দুই সন্তান। ইয়ালিনি এবং ইউভানকে কোলে নিয়ে তিনি গানের তালে তালে পা দোলাতে থাকেন। সেই ভিডিয়োতেই পরের দিকে দেখা যায় যে তিনি ইয়ালিনিকে কোলে তুলে নাচছেন। নেপথ্যে বাজছে তাঁর এবং দেবের ছবির গান মালা রে। সেই গানের সুরে সুরে মেয়েকে কোলে নিয়ে নাচতে থাকেন পর্দার 'বাবলি'।
টলি অনলাইনের তরফে আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মঞ্চে নাচ করছেন শুভশ্রী। তিনি মিমি চক্রবর্তী অভিনীত ছবির থেকে সুপারহিট গান দুষ্টু কোকিলে নাচ করছেন। আর স্টেজের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন রাজ চক্রবর্তী। মুগ্ধ চোখে মায়ের নাচ দেখতে থাকে একরত্তি ইয়ালিনি। সঙ্গে দেখা যায় ইউভানকেও।
এদিন এই ভিডিয়ো পোস্ট করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'ফিল্মফেয়ারের রিহার্সালের বিহাইন্ড দ্য সিন।' বহু মানুষ তাতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এই না হলে মা! সব দিকে সমান নজর।'
আরও পড়ুন: 'চিন্তা, মানসিক উত্তেজনা...', সন্তান আসার আগে 'পরম' যত্ন নিয়ে কী বললেন 'হবু মা' পিয়া?
শুভশ্রীর কাজ
শুভশ্রীকে শেষবার রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ছবিতে দেখা গিয়েছে। পুজোর সময় মুক্তি পেয়েছে সেই ছবি। আগামীতে শুভশ্রীকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে। এছাড়াও তিনি এখন ড্যান্স বাংলা ড্যান্সে বিচারক হিসেবে আছেন। অভিনেত্রীর হাতে এছাড়া আরও একাধিক কাজ আছে।