একটা সময় কমার্শিয়্যাল বাংলা ছবির মুখ ছিলেন দেব। বক্স অফিসে এখনও রাজত্ব করছেন এই টলি হার্টথ্রব, তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনেতা হিসাবে নিজেকে ভেঙেছেন দেব। প্রযোজনায় হাত পাকানোর পর থেকে অভিনেতা হিসাবে অনেকটা পরিণত। একের পর এক ﷺসাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি। ফের একবার দেবের চমক।
শনিবার অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে ১৭ হছর পূর্ণ করলেন দেব। আর এদিন সোশ্যা🧜ল মিডিয়া পোস্টে টলি নায়ক ঘোষণা করলেন এবার ব্য়োমকেশের কাহিনি বড় পর্দায় তুলে ধরবেন তিনি। ছবির নাম ঘোষণা করে ফেলেছেন দেব, ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’। হ্যাঁ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্রকে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনছেꦑন দেব। শুধু অভিনেতা নয়, এই ছবির প্রযোজনার দায়িত্বেও থাকবেন দেব। দেবের প্রোডাকশন হাউজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’।
এদিন দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ইন্ডাস্ট্রিতে সাতেরো বছর পূর্ণ করে ফেললাম…. ঘোষণা করছি অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবির। ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’, প্রযোজౠনায় দেব এ𒆙ন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আর্শীবাদ সঙ্গে চাই। কাস্ট অ্যান্ড ক্রু এবং পরিচালকের ঘোষণা করব শিগগির'।
রুপোলি পর্দায় ব্যোমকেশের ছড়াছড়ি। উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, অনির্বাণ ভট্টাচার্যকে বাঙালি🌺 দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতেও সুশান্ত সিং রাজপ🔴ুত ‘ডিটেক্টিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। এবার সেই তালিকায় জুড়ল দেবের নাম।
বছর তিনেক আগে ‘দূর্গ রহস্য’ নিয়ে ছবির ঘোষণা সেরেছিলেন পরিচালক সায়ন্তন ঘোষাল। ‘সত্যান্বেষী ব্যোমকেশ’-এর পর পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে সায়ন্তনের দ্বিতীয় ব্যোমকেশ ছবি হওয়ার কথা ছিল এটি। যদিও খুব বেশিদূর এগোয়নি এই প্রোজেক্ট। দেব অভিনীত ও প্রযোজিত ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’ পরিচালনার আসনে কে থাকবেন? ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন সৃজিত মুখোপাধ্যায় নাকি এই ছবি পরিচালনার দায়িত্ব নিতে পারেন। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৃজ❀িত।
আপতত ‘বাঘা যতীন’ নিয়ে ব্যস্ত দেব। পরিচালক অরুণ রায়ের এই ছবিতে ‘বাংলার বাঘ’ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন দেব। এদিন ‘বাঘা যতীন’-এর সেট থেকে একটি ছবি পোস্ট করে দেব লেখেন, ‘আজ বাঘা যতীনের সেটে হাজির ছিলাম। অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে ১৭ বছরജ পূর্ণ করবার দিনে। আশ্চর্যজনকভাবে অভিনেতা হিসাবে নয়, প্রযোজক হিসাবে। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। আর্শীবাদধন্য এইটুকুই বলব’।