‘যখন আমরা ১ নম্বরে ছিলাম। তখনও যে এটা নিয়ে উৎফুল্ল হয়েছিলাম, তেমনটা নয়। আর যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে সিরিয়াল প্রথম বা দ্বিতীয়তে আছে, তাদের মধ্যে নম্বরের ফারাক খুব একটা নয়। পার্থক্য এতটাই কম যে আলোচনা করার মতো নয়। এছাড়া মানুষের ভালোবাসা পাচ্ছি, তাই কত নম্বরে আছি সেটা আমায় ভাবায় না।'
'জগদ্ধাত্রী' অঙ্কিতা
বৃহস্পতিবার টেলি ধারাবাহিকের রিপোর্ট কার্ড আসার দিন। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও এসেছে। আর সেটা দেখেই অনেকের মাথায় হাত পড়েছে। হতাশ ‘জগদ্ধাত্রী’র অনুরাগীরা। গত বেশকিছু সপ্তাহ ধরে ১ নম্বরেই ছিল ‘জগদ্ধাত্রী’র স্থান। তবে এই সপ্তাহে হঠাৎ কী এমন হল যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনও স্থানই দখল করতে পারল না জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক? TRP পড়ে যাওয়া নিয়ে কী বলছেন ধারাবাহিকের নায়িকা 'জগদ্ধাত্রী' ওরফে ‘জ্যাস’ অঙ্কিতা মল্লিক?
আনন্দবাজারকে অঙ্কিতা জানান, ‘যখন আমরা ১ নম্বরে ছিলাম। তখনও যে এটা নিয়ে উৎফুল্ল হয়েছিলাম, তেমনটা নয়। আর যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে সিরিয়াল প্রথম বা দ্বিতীয়তে আছে, তাদের মধ্যে নম্বরের ফারাক খুব একটা নয়। পার্থক্য এতটাই কম যে আলোচনা করার মতো নয়। এছাড়া মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটাই বড় বিষয়, কত নম্বরে আছি সেটা আমায় ভাবায় না।’
তবে অঙ্কিতা যাই বলুন না কেন, সাম্প্রতিক সময় বহু ধারাবাহিককে অল্পদিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে দেখা যাচ্ছে। আর এসবেরই কারণ একমাত্র TRP। তবে সেক্ষেত্রে অবশ্য ‘জগদ্ধাত্রী’ অনেকটাই এগিয়ে। দেখতে দেখতে এই ধারাবাহিকের বয়স ১ বছর অতিক্রম করেছে। ধারবাহিকের গল্প কোন দিকে মোড় নেয়, তা নিয়ে দর্শকদের উৎসাহ মোটেও কমেনি। আর তাতেই খুশি অঙ্কিতা।