এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে এক কন্টেন্ট ক্রিয়েটরের সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া খ্যাত জেনারেটর মামনিকে। আহা, জেনারেটর মামনি বলতে বুঝলেন না? যিনি পথে ঘাটে বা বিভিন্ন জায়গায় গানের তালে নাচ শুরু করেন, সেই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর। সেই জেনারেটর মামনি এদিন রাজু দার পরোটার দোকানে গিয়েছিলেন। আর সেখান থেকেই জানালেন তাঁর মোটেই ভালো লাগেনি এই হিট রাজু দার পরোটা এবং তরকারি। দেখে শুনে কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: কমছে বাংলা ছবির সংখ্যা, অনির্বাণ বললেন, 'হয়তো এমন ছবি করতে পারছি না যেটা হলে দর্শকদের হলে টানবে'
কী ঘটেছে?
রিয়া অফিসিয়ালস নামক একটি পেজের তরফে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই রিয়ার সঙ্গে জেনারেটর মামনিকে দেখা যাচ্ছে। তিনি জেনারেটর মামনির সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলেন, 'তো জেনারেটর মামনি তোমার রাজু দার পরোটা খেয়ে কেমন লাগল?' জবাবে তিনি বলেন, ' আই অ্যাম তো অবাক। আমার পোথম (প্রথম) খাবারটা তো খুবই ভালো লেগেছিল। মানে তকারিটা (তরকারি)। কিন্তু পড়োঠাটা...
(পরোটা) ঠিক আছে। কিন্তু তারপরে সয়াবিনের তকারিটা আমার ভালো লাগেনি। মানে সত্যি, সত্যি বলছি। আমি জানি লোকে অনেক গালাগালি দেবে। কিন্তু পোথম পড়োঠার সঙ্গে যে তকারি দিয়েছিল আলুর তকারি ওটা সত্যিই ভালো ছিল কারণ আমি ভোরবেলা এসেছিলাম। আমি খেয়েছি। কিন্তু একন (এখন) যে সয়াবিনের তকারিটা খেলাম সেটা ভালো লাগেনি। সবার টেস্ট তো সমান নয়। তা এটা নিয়ে জাজ করে আমায় আবার ট্রোল করো না। আর তোমরা ট্রোল করলেও আই ডোন্ট কেয়ার, বিকজ....' বলেই তিনি তাঁর জনপ্রিয় হিপ ড্যান্স শুরু করে দেন। আর তাঁর এই কাণ্ড দেখেই হেসে গড়িয়ে পড়েছে নেটপাড়া।
এক ব্যক্তি লেখেন, 'আগে উচ্চারণটা শিখে এসো মা। তারপর কথা হবে।' কেউ আবার লেখেন, 'গায়ে ভালো করে জল বিচুটি ঘষে দিলেই একেবারে শান্ত হয়ে যাবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মা ওটা পরোটা, কীসব উচ্চারণ করলে ওটা নয়।'
আরও পড়ুন: 'আর বসন্ত এসে গেছে গাইতে ভালো লাগে না' লগ্নজিতার! অকপটে স্বীকার করতেই কী বুদ্ধি দিয়েছিলেন সুরজিৎ?
চতুর্থ ব্যক্তি লেখেন, 'রাজু দা দোকানের সামনে নাচতে দেয়নি নাকি?' পঞ্চম ব্যক্তি লেখেন, 'এঁরা অশ্লীলতার সীমা ছাড়িয়ে গেছে।'
প্রসঙ্গত এই জেনারেটর মামনির আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে তিনি রাজু দার দোকানের মধ্যে ঢুকে তাঁকে সামনে রেখে তাঁর আইকনিক হিপ ড্যান্স করছেন।