কফি উইথ করণের এবারের সিজনও বেশ জমে উঠেছে। কিন্তু এবার করণ জোহর এমন এক চমক দিয়েছেন, যা এই সিজনের আগের পর্বগুলিতে ছিল না। এই সিজনের নবতম পর্বে তিনি একসঙ্গে হাজির করেছেন শর্মিলা ঠাকুর আর সইফ আলি খানকে। এবং সেই সূত্র ধরেই কফির আড্ডায় ছুটেছে এমন কিছু গল্প, যাতে নস্টালজিক হয়ে পড়েছে দেশের বড় অংশের মানুষ। বিশেষ করে বলিউড ছবির ভক্তরা। তবে এই পর্বে শর্মিলা ঠাকুর এমন এক কথা বলেছেন,🉐 যা বাঙালিদের জন্যও স্পেশাল।
শর্মিলা ঠাকুরকে নিয়ে বাঙালিদের এমনিতেই আবেগের শেষ নেই। সত্যজিৎ রায়ের ছবির সূত্রে বিনোদন জগতে পরিচিত হওয়া শর্মিলার সঙ্গে প্রত্যেক বাঙালিরই যেন মনের সম্পর্ক। বাংলা সিনেমার জগত ছেড়ে তিনি এক সময়ে পাকাপাকি ভাবে চলে গিয়েছিলেন বলিউডে। সংসার বেঁধেছিলেন তৎকালীন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার এবং জাতীয় দলের অধিনায়ক মনসুর আলি খান পাতৌদিকে। যদিও তার পরেও বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়নি। বার বার বাংলা সিনেমার টানে তিনি ফিরে এসেছেন। কখনও অভিনয় করেছেন উত্তম কুমারের নায়িকার ভূমিকায়। কখনও তাঁকে দেখা গিয়েছে ঋতুপর্ণ ঘোষের ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। এহেন শর্মিলা এবং কফি উইথ করণে এস♏ে বাঙালিদের আবেগকে আরও একটু উসকে দিলেন। কী হয়েছে সেখানে?
(আরও পড়ুন: নিঃশব্দেই ক্য়ানসারের সঙ্গে লড়াই! প্রথমবার করণের শো-তে মুখ খুললেন শর্মিল🥃া)
এই শোয়ে করণ শর্মিলাকে জিজ্ঞাসা করেছিলেন, কোন সিনেমার জন্য তিনি সকলের মনে থেকে যেতে চান? সেই উত্তরেই জড়িয়ে রয়েছে বহু বাঙালির আবেগ। করণের প্রশ🃏্ন শুনে শর্𒐪মিলা বলেন, বাংলা ছবি কি না। তাতে করণ বলেন, বাংলাও বলা যেতেই পারে। তখন শর্মিলা বলেন, অবশ্যই ‘দেবী’। আর হিন্দি হলে ‘আনন্দআশ্রম’। পাশ থেকে ছেলে সইফ ফুট কাটেন, বাংলা অবশ্যই এগিয়ে থাকবে। এই উত্তরই বহু বাঙালিকে এক ধাক্কায় ফিরিয়ে নিয়ে গিয়েছে বহু যুগ আগে।