কৃতি শ্যানন নাকি চুটিয়ে প্রেম করছেন একজন NRI এর সঙ্গে। সেই ব্যক্তির নাম কবীর বাহিয়া। থাকেন ই💯ংল্যান্ডে। সম্প্রতি অভিনেত্রী হোলির যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে কবীরকে। আর সেই ছবিই তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। তবে এই প্রথম নয় যখন কৃতি এবং কবীরকে একসঙ্গে দেখা গেল। আগেও তাঁদের নানা সময় নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু কে এ🦹ই কবীর বাহিয়া? কী করেন, বয়স কত সব জেনে নিন।
কৃতির চর্চিত প্রেমিক কে?
বোন নূপুর শ্যাননের হাত ধরেই কৃতির সঙ্গে আলাপ হয় কবীর বাহিয়ার। সম্প্রতি লন্ডনের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে কৃতি শ্যাননকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে সেই ব্যক্তিই হলেন কবীর বাহℱিয়া। কিন্তু কে তিনি?
আরও পড়ুন: 'শঙ্করা' অক্ষয়ের সঙ্গী অনন্যা - মাধবন, করণের ছব𝔍িতে ফাঁস হবে জালিয়ানওয়♑ালা বাগের কোন সত্য?
আরও পড়ুন: বড়ে মিয়া ছোটে মিয়া, ময়দান, মির্জা: এপ্রিলে সরগরম বড়পর্দা - OTT, কবে কোন ছবি মুক্ত𓄧ি পাচ্ছে?
জানা যাচ্ছে কবীর বাহিয়া মহেন্দ্র সিং ধোনির খুবই ঘনিষ্ট। কবীর নিজেও স্কুলে ক্রিকেট খেলেছেন, 🦩ক্রিকেটারদের সঙ্গেও তাঁর ভালোই যোগাযোগ আছে। হার্দিক পান্ডিয়াও🦹 তাঁর ভালো বন্ধু হন।
কবীরের বয়স ২৪ বছর। তিনি ১৯৯৯ সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন। ইংল্যান্ডেই শেষ করেছেন পড়াশোনা। তাঁর বাবা একজন ধনী ব্যবসায়ী। তাঁদের ট্রাভেল এজেন্সির ব্যবসা ꦬআছে সেদেশে। লন্ডনের অন্যতম ধনী পরিবারের ছেলে হলেন কবীর। ২০১৯ সালের সানডে টাইমসের রিপোর্ট অনুযায়ী বাহিয়া পরিবারের সম্পত্তির💟 মোট পরিমাণ ৪২৭ মিলিয়ন ইউরো।