ইউটিবার আরমান মালিক এখন পরিচিত ঘরে ঘরে। তাঁর দুই বউ পায়েল আর কৃতিকাও সমানভাবে জনপ্রিয় সোশ্যাল 🐭মিডিয়াতে। ২০১১ সালে আরমানের বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাঁদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। তবে বউ পায়েলের বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান। আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। দুই বউকে একসঙ্গে রাখার জন্য হিন্দু থেকে মুসলিম হয়ে যান আরমান।
২০২২ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হন পায়েল। ওই একসই সময়ে কৃতিকা෴র গর্ভে আসে তাঁর প্রথম সন্তান। ২০২৩ সালে আরমানে꧒র দুই বউই জন্ম দিয়েছে সন্তানদের। যমজ বাচ্চা হয়েছে পায়েলের, তুবা আর আয়ান। কৃতিকা নিজের ছেলের নাম রেখেছেন জায়েদ।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং ছেড়ে হঠাৎই অভিনয়ে, মেয়েবেলার মৌ এবার প্রসেনজিতের 'আলো', 𒅌স্বীকৃতি বলছেন...
আরও পড়ুন: ‘জিত🦩 আর জিতু, কেউ কারও থেকে কম না…’, মানুষ দেখে কী রিভিউ হল ফেরত দর্শকদের?
সম্প্রতি ইউটিবার আরমান মালিক হাজির হয়েছিলেন ভারতী সিং আর হর্ষ লিম্বাচিয়ার পডকাস্ট শো-তে। সে🔯খানে আরমানকে বলতে শোনা যায়, ‘ভ্লগার হওয়া সত্ত্বেও আমি আমার ভিডিয়োতে দুই বউয়ের সঙ্গে কাটানো একান্ত মুহূর্ত শেয়ার করিনি কখনও। তাহলে এতদ💯িনে আমার সাবস্ক্রাইবার সংখ্যা ১০০ মিলিয়ন হয়ে যেত।’
আরও পড়ুন: চোখের জলে বাবাকে বিদায় আরমান কোহলির, বলﷺিউডের কারা এলেন রাজকুমারের শেষকৃত্যে?
‘আমার ভিডিয়োতে কখনোই আপনি দেখতে পারবেন না একই বিছানায়, ঘুমনো বা একে অপরকে আলিঙ্গন করার দৃশ্য। বাড়িতে থাকা বাচ্চাদের ꦕকথা মাথায় রেখেই এগুলোকে কখনও ফোকাস করা হয়নি’, আরও জানান আরমান।
আরও পড়ুন: আমিশার প্রেমে সলমনের ভাই? থ্যাইল্যান্ডের রাস্তায় আরবাজ গদর নায়িকার হ👍াত ধরে
ভারতী এরপর মস্করা করে বলেন, ‘লোকেরা ধরেই নেয় দুই বউ, এত বড় বিছানা। নিশ্চয়ই কিছু চিত্তাকর্ষক🎶 হবে।’ আর তাতে আরমানের জবাব, ‘আমি কখনও বিছানা থেকে ভিডিয়ো করিনি। আমাকে কেউ কখনও বিছানায় শুয়ে গুড𓄧 মর্নিং বলতেও শুনবে না।’
যদিও এই ইউটিউবার-ভ্লগার মেনে নেন যে দর্শকরা༺ তাঁর দুই স্ত্রী পায়𝓰েল আর কৃতিকার ঘুমনো থেকে খাওয়া, দৈনন্দিন কাজকর্ম কীভাবে হচ্ছে তা দেখতে পছন্দ করে। এভং সেই ভিডিয়োগুলিও খুব ভিউজ পায়।
ভারতী, আরমানকে আর বিয়ে না করার পরামর্শ দিলে, ইউটিউবার🌱 উত্তরে বলেন, ‘আপনার আমার মতো দু'জনকে বিয়ে করার ভুল করবেন না। সবাই আমার বউদের মতো ভালো হয় না।’