বাংলা নিউজ > টুকিটাকি > Health Problem due to Weather Change: আবহাওয়ায় বড় বদল, নাক দিয়ে রক্তপাত অনেকের, রক্তচাপের রোগীদের সতর্ক করলেন চিকিৎসক
পরবর্তী খবর
Health Problem due to Weather Change: আবহাওয়ায় বড় বদল, নাক দিয়ে রক্তপাত অনেকের, রক্তচাপের রোগীদের সতর্ক করলেন চিকিৎসক
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2023, 11:39 AM ISTSuman Roy
Health Problem due to Weather Change: হঠাৎ বদলে গিয়েছে আবহাওয়া। সমস্যা বাড়ছে অনেকেরই। কী কী মনে রাখতে বলছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী?
মরশুম বদলে সমস্যা অনেকেরই।
হঠাৎ কলকাতার আবহাওয়ায় বড়সড় বদল। এক ধাক্কায় আপেক্ষিক আর্দ্রতার মাত্রা কমে গিয়েছে অনেকটাই। গড়ে আপেক্ষিক আর্দ্রতা যেখানে থাকে ৭৫ থেকে ৮০ শতাংশের মধ্যে, সেখানে তা নেমে এসেছে ৩০ শতাংশের আশপাশে। মঙ্গলবার অর্থাৎ দোলের দিন কলকাতার সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ শতাংশ। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। এমন শুকনো আবহাওয়ার কারণে অনেকেরই অসুস্থতা বাড়ছে। কী কী সমস্যা হচ্ছে তাঁদের? এই সময়ে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে বলছেন চিকিৎসক?
এই সমস্যার বিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রতি বছরই এই সময়ে আর্দ্রতার পরিমাণ কমে যায়। তাতে অনেকেরই অল্পবিস্তর সমস্যা হয়। কিন্তু এবার হঠাৎ করে আর্দ্রতার পরিমাণ কমে গিয়েছে। এই আচমকা পরিবর্তনই অনেকের সমস্যা বাড়িয়ে দিয়েছে। তাই এই সময়ে বেশ কিছুটা সচেতন থাকতে হবে।
কী কী সমস্যা হচ্ছে মানুষের? কারও হাত-পায়ের ত্বক ফাটছে। কারও বা ঠোঁট ফেটে চৌচির। কিন্তু কারও কারও ক্ষেত্রে সমস্যা আরও মারাত্মক আকার নিয়েছে। নাক দিয়ে রক্তপাত হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে, নাকের ভিতরে রক্ত জমে আছে এই সময়ে কী করা উচিত?
চিকিৎসক গোস্বামী বলছেন, ‘এই সময়ে সুস্থ থাকার জন্য কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। শরীরকে যথেষ্ট পরিমাণে আর্দ্র রাখাই হচ্ছে একমাত্র রাস্তা।’