কমবে ওজন, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা! জেনে নিন মৌরির বহু গুণ Updated: 28 May 2024, 09:30 AM IST Sayani Rana অনেকেই কেবল মুখশুদ্ধি হিসেবে মৌরি খান। কিন্তু জানলে অবাক হবেন, এর রয়েছে নানা গুন। তাছাড়া মৌরি শরীরকে গ্রীষ্মের প্রবল তাপ থেকেও রক্ষা করে। আরও কী কী উপকার পাওয়া যায় ঘরোয়া এই মশলা থেকে? দেখে নিন।