Skin And Hair Care: শুরু হতে চলেছে আলোর উৎসব। ধনতেরাস, দীপাবলি, হ্যালোইন, ছট পুজো একের পর এক উৎসবে মাততে চলেছে ꧑গোটা দেশবাসী। তবে এই ব্যস্ততার মধ্যেই নজর দিতে হবে চুল এবং ত্বকের দিকে। সারারাত ঠাকুর দেখা, জাঙ্ক ফুড খাওয়া এইসব চলতেই থাকে তাই ত্বক এবং চুলের দফারফা হয়ে যায়। আজ চট করে জেনে নিন কীভাবে দীপাবলি বা দিওয়ালির মধ্যেই নিজের প্রতি যত্ন নেব🦩েন।
চুলের যত্নের টিপস
অতিরিক্ত তাপ দেবেন না: আপনি যদি বারবার নিজের হেয🔯়ার স্টাইল করার জন্য স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করেন তাহলে কিন্তু আপন𒉰ার চুল খারাপ হয়ে যেতে পারে। এগুলি এড়িয়ে চলাই ভালো।
অল্প স্টাইল: এমন কিছু স্টাইল চুলে করবেন না যাতে আপ✤নার চুল নষ্ট হয়ে যেতে পারে। আঁটোসাটো স্টাইলের বদলে সহজ এবং আলগা চুলের স্টাইল বেছে নিন। এতে আপনার চুল ভালো থাকবে।
(আরও পড়ুন: মা গঙ্গা থেকে নটী বিনো🔯দিনী! ২০২৪-এ মধ্যমগ্রামের এই ১০ পুজো না দ🍬েখলেই নয়)
হেয়ার ওয়াশ: ঘনঘন চুলে শ্যাম্পু লাগাবেন না। বারবার চুল ধুলে আপনার চু♌লের ক্ষতি হয়ে যেতেꦯ পারে এবং চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে চুল হয়ে যেতে পারে রুক্ষ। সপ্তাহে একবার বা দুইবারের বেশি চুলে শ্যাম্পু ব্যবহার করবেন না।
ত্বকের যত্নের টিপস
হাইড্রেটেড🌄 থাকুন: অতিরিক্ত পরিমাণে জল খান, যাতে আপনার ত্বক ঝকঝকে হয়ে থাকে। দিওয়ালি বা দীপাবলির সময় অনেক সময় মানুষ উপোস করেন, এই পরিস্থিতিতে নারকেল জল, ফল﷽ের রস, ভেষজ চা খেতে পারেন।
(আরও পড়ুন: ভিড় এড়িয়ে বড়মার কাছে পুজো দিতে চান? জেন🅘ে নিন বিশেষ পদ্ধতি)
মশ্চারাইজার ব্যবহার করুন: প্রতিদিন হাইড্রেটিং মশ্চারাই🌌জার ব্যবহার করুন, যাতে আপনার ত্বক রুক্ষ না হয়ে যেতে পারে। গ্লিসারিনযুক্ত মশ্চারাইজার বেছে নিলে আপনার ত্বক সব সময় থাকবে আদ্র।
সানস্ক্রিন: যে কোনও আবহাওয়ায় সানস্ক্রিন ব্যবহার করা ভীষণ ভালো ত্বকের ক্ষেত্রে। আপনি যদি বাড়িতেও থাকেন সেক্ষেত🐼্রেও সানস্ক্রিন ব্যবহার করবেন যাতে ক্ষতিকারক UV রশ্মি থেকে আপনার ত্বক রক্ষা পায়।