পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > অপারেশন সিঁদুরের আগের রাতে শোনা যায় মোদীর মুখেও, দেশপ্রেম নিয়ে স্বামীজির অমোঘ ১০ বাণী
ভারতবর্ষ যাদের আদর্শ নিয়ে নিয়ত এগিয়ে চলেছে উন্নতির পথে, তাঁদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ। স্বামীজির বাণী আজও অনুপ্রাণিত করে দেশের কোটি কোটি মানুষকে। অপারেশন সিঁদুরের আগের দিনই দেশের প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল স্বামীজির বাণী। ‘ওঠো, জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না।’ — এই কথাই বলেছিলেন মোদী। আজ সীমান্তে অশান্তির আবহে ফিরে যাওয়া যাক স্বামীজির কাছে। ফিরে দেখা যাক তাঁর সেরা⛎ দেশাত্মবোধক বাণীগুলি।
আরও পড়ুন - ছক ভাঙার সাহস ওঁর মধ্যে ꦗবরাবর দেখেছি’ সোফিয়া কুরꦺেশিকে নিয়ে অভিজ্ঞতার কথা লিখলেন গবেষক সাবির আহমেদ
স্বামী বিবেকানন্দের দেশাত্মবোধক বাণী
- ‘ওঠো, জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না।’
- ‘এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে।’
- ‘এক দিনে বা এক বছরে সফলতার আশা কোরো না। সবস ময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।’
- 'যতদিন বেঁচে আছেন, শিখুন। অভিজ্ঞতা হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।’
আরও পড়ুন - এপ্রিলে𝔉ই কলকাতার অ𒅌নুষ্ঠানে এসেছিলেন ব্যোমিকা সিং, কথা বলেন নারীশক্তি নিয়ে
- ‘সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।’
- ‘ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি’
- ‘একটি সময় একটি কাজ কর এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্য়ে ব্য়য় করে দাও।’
- ‘তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছনো সম্ভব নয়।’
- ‘উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন, সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যত্ নিজেই তৈরি করে নাও।’
- 'যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনও দিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না।’