মহরমের আগে অনুষ্ঠিত একটি মিছিলে প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বিহারের না♏ওয়াদা জেলার। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সোমবার ওই ৩ তিনজনকে গ্রেꦦফতার করেছে বিহার পুলিশ। এর আগে দারভাঙ্গায় একই অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আর এবার নাওয়াদায়।
আরও পড়ুন: কবে পালন করা হবে মহরম? এই দিনের ইতিহাস আর গুরুত্🍷ব জেনে নিন
পুলিশ জানিয়েছে, রবিবার জেলা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নওয়াদায় এই মিছিল বের করা হয়েছিল। তাতে প্যালেস্তাইনের পতাকা মিছিলে অংশগ্রহণকারীদের হাতে । সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। এরপরেই তদন্তে নেমে ওই তিনজনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্যালেস্তাইনের পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জেলা পুলিশের আধিকারি൩ক মহেশ চৌধুরী জানিয়েছেন। এছাড়াও, গুজরাটের ভাদোদরায় একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে দুই নাবালকে আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে তাদের হাতে প্যালেস্তাইনের পতাকা দেখা যায়। স💜িসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে আটক করে পুলিশ।
অন্যদিকে, এর আগে দারভাঙ্গার কিলাঘাট এলাকায় মহরমের আগে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে একজন যুবককে প্যালেস্তাইনের পতাকা নাড়তে দেখা যায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মামলা রুজু করেছে । এলাকার মহরম কমিটির প্রধান মুন্না খান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিছিল চলাকালীন মহরম কমিটির সদস্যরা এক যুবককে প্যালেস্তাইনের পতাকা হাতে দেখতে🅺 পেলে তারা পতাকাটি বাজেয়াপ্ত করেন। পরে পুলিশকে এব𝔉িষয়ে খরব দেওয়া হয়।
প্রসঙ্গত, আগামীকাল মহরম। প্রতি বছর মহরমের তাজিয়া বেরোনোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়ায় যায়। তাই এবার অশান্তি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক আধিকারিকরা সোমবার রাজ্যের বিভিন্ন অংশে মহরম মিছিলের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করﷺেছেন। মহরম শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর নির্দেশিকা জারি করেছেন। মিছিলে প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গোপালগঞ্জ পুলিশ।