ফের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ধরা পড়লেন বেশ কয়েকজন হিন্দু। ঘটনায় মোট ৮ জন গ্রেফতার হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ ধরে এই ৮ জনকে। তাদের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ৬ জন। আর বাকি ২ জন অনুপ্রবেশকারীদের সাহায্য করতে গিয়ে ধরা পড়েন। জানা গিয়েছে, ধৃতরা হলেন - চন্দ্র দেবনাথ (বয়স ৫২ বছর), গণেশ চন্দ্র দেবনাথ (বয়স ৪০ বছর), বুদা চন্দ্র দেবনাথ (বয়স ৩৫ বছর), সোহাগ চন্দ্র (বয়স ৩১ বছর), কামরুজ্জামান হিটলার (বয়স ৩৫ বছর), মমিনুর রহমান (বয়স ৩৫ বছর), ছইবুর রহমান (বয়স ৩২ বছর) এবং এক ১৬ বছর বয়সি কিশোর। ধৃতদের মধ্যে মমিনুর এবং ছইবুর অনুপ্রবেশকারীদের সাহায্য করতে গিয়ে ধরা পড়েন। (আরও পড়ুন: সুপ্ཧরিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাꦚকরি বাতিল মামলা, পরবর্তী শুনানি কবে?)
আরও পড়ুন: ভূমিকম্পের ꦐধ্বংসস্তূপে চাপা পড়ছে আর্তনাদ, বেলা গড়াতেই বাড়ছে মৃতের সংখ্যা
জানা গিয়েছে, গতকাল দুপুরে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয় চাপড়া গ্রাম থেকে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা করা হয়েছে। আপাতত তারা সেই থানাতেই আটক আছেন। এদিকে ঘটনায় আরও বেশ কয়েকজন সাহায্যকারী চোরাচালানকারী পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। ধৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল, ভারতীয় সিমকার্ড, একটি ভারতীয় আধার কার্ড ও একটি ভারতীয় প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়। (আরও পড়ুন: 'দেশে প্রথম বুলেট ট্রেন ছোটার সময়⭕...', বড় স্বপ্ন দেখাল🌺েন প্রধানমন্ত্রী মোদী)
আরও পড়ুন: '…এর জন্যে আপনাকে সরকারেꦿ বসানো হয়নি', ইউনুসকে চাপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
উল্লেখ্য, গত জুলাই মাস থেকেই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল। এই আবহে বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। এরই মাঝে আবার গত কয়েকদিনে শীত বেড়েছে। তারই সঙ্গে ভোরে কুয়াশাও বেড়েছে। যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সবের মাঝেই আশঙ্কা করা হচ্ছে, বেআইনি ভাবে আরও বেশি সংখ্যক বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন ভারতে। (আরও পড়ুন: 'চট করেඣ বাংলাদেশে আসবেন…', শেখ হাসিনাকে নিয়ে দিবাস্বপ্ন দেখছেন 'বিপ্লবী' সারজিস?)
আরও পড়ুন: বাঘের আগমন! রয়্যাল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ, গর্জ𝔍নে ঘুম উড়ল কুলতলির
এর আগে সম্প্রতি বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় চার হিন্দুকে গ্রেফতার করা হয়েছিলেন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, দেবনগড় ইউনিয়নের সুকানী সীমান্তের ৭৪০ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব–পিলার এলাকা থেকে একই পরিবারের ৩ সদস্য সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। তাঁদের নাম - মণিরাম বর্মণ (৫২), তাঁর স্ত্রী হীরা রানি বর্মণ (৩৫), মণিরামে প্রথম স্ত্রীর ছেলে (প্রথম স্ত্রীর) রিপন বর্মণ (২১) এবং প্রতিবেশী নিমাই চন্দ্র বর্মণ। ধৃতরা ঠাকুরগাঁও সদর উপজেলার ধোন্দগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রি🧸পোর্ট অনুযায়ী, ঠাকুরগাওঁয়ের এক দালালচক্রের সাহায্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এই চার বাংলাদেশি। সেই সময় বিএসএফ সদস্যরা তাঁদের দেখে ফেলে ꦬএবং বিজিবিকে অবগত করে। তখন বিজিবি তাঁদের গ্রেফতার করে।