শনিবার বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটদান পর্ব অনু💫ষ্ঠিত হচ্ছে। এই দফায় মোট ৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
আগামী পাঁচ বছর বিহারে ক্ষমতার সিংহাসন ধরে রাখতে মরিয়া নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোটে শামিল রয়েছে বিজেপি, জেডি(ইউ), হিন্দুস্তানি আওয়াম মোর্চা-সেকুলার ও বিকাশশীল ꩲইনসান পার্টি।
দেড় দশকে♊র নীতিশ জমানার অবসান ঘটাতে ভোটের ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিতে মহাগাঁঠবন্ধন বা মহাজোট তৈরি করেছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি, কংগ্রেস, সিপিআই, সি🏅পিএম এবং সিপিআইএমএল। এই দফার ভোটে নজরে থাকবেন লোকতান্ত্রিক জনতা পার্টি প্রধান চিরাগ পাসওয়ান।
আজ সকাল সাতটা থেকে ভোগ্রহণ পর্ব শুরু হয়েছে বিহারের ৭৮টি বিধানসভা কেন্দ্রে। এই দফায় ভোটারের সংখ্যা প্রায় ২.৩ কোটি। উল্লেখযোগ্য কেন্দ্রগুলির মধ্যে রয়েছে সিমরি বখতিয়ারপুর, সুপাউল, বিহা⛄রিগঞ্জ, পূর্ণিয়া ও কাটিহার।
ভোটগ্রহণ পর্ব চালু হওয়ার আগে এ দিন ভোর থেকেই বুথের বাইরে উৎসাহী ভোটারদের ভিড় নজরে পড়েছে। নিরাপত্তা সুদৃঢ় করতﷺে যথাযথ ব্যবস্থা নিয়েছে প🧸্রশাসন।