সুভাষ পাঠক
বিহারের ১১টি জেলার ৯৬টি ব্লকের ৯৩৭টি পঞ্চায়েত এলাকাকে খরা কবলিত বলে ঘোষণা করেছে রাজ্য বিধানসভা। তার জেরে এবার রাজ্য সরকারের তহবিল থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত খরা কবলিত এলাকায় থাকা পরিবারগুলিতে সহায়তা করতেই এই উদ্যোগ।
অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ক্য়াবিনেট এস সিদ্ধার্থনাথ জানিয়েছেন, পর্যাপ্ত বৃষ্টি না হওয়াতেই খরা পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চিহ্নিত করার জন্য় আধিকারিকদের বলা হয়েছে। প্রতিজনকে ৩৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। কৃষিজ ফসলের চাষের ক্ষেত্রেও নানা সরকারি ভর্তুকি পাবেন তাঁরা।
অন্যদিকে বিহার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজেলের ক্ষেত্রেও ভর্তুকি দেওয়া হবে। এক্ষেত্রে খরচ সামাল দেওয়ার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অন্যদিকে একাধিক বিভাগে কর্মী সংকট মেটাতেও তৎপর হচ্ছে বিহার সরকার। রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন বিভাগে অন্তত ২৪০০টি পদের অনুমোদন দিয়েছে।