আপাতত ১২ থেকে ১৪ বছরের শিশুদের শরীরে কোরবেভ্যাক্স প্রদান করা হচ্ছে। এবার শর্তসাপেক্ষে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের শরীরেও জরুরি ভিত্তিতে বায়োলজিকাল ই'র করোনাভাইরাস টিকা প্রয়োগের সুপারিশ করল বিশেষজ্ঞ কমিটি। এবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিজিসিআই) ছাড়পত্র লাগবে।
শর্তসাপেক্ষে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের শরীরে প্রয়োগের জন্য কোরবেভ্যাক্সকে জরুরি ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হোক। সুপারিশ করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিসিএসও) বিশেষজ্ঞ কমিটি। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
বিশেষজ্ঞ কমিটির পর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিজিসিআই) ছাড়পত্র লাগবে। সেই ছাড়পত্র পেলেই পাঁচ থেকে ১১ বছরের শিশুদের শরীরে বায়োলজিকাল ই'র কোরবেভ্যাক্স প্রয়োগের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না। তবে এখনও ১২ বছরের নীচে শিশুদের করোনা টিকাকরণ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। আপাতত আপাতত ১২ থেকে ১৪ বছরের শিশুদের শরীরে কোরবেভ্যাক্স প্রদান করা হচ্ছে।
সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের দ্বিতীয় ডোজের দুই থেকে তিন মাস পরে সুরক্ষা সংক্রান্ত পরিসংখ্যান জমা দিয়েছিল বায়োলজিকাল ই। অন্যান্য বয়সের ক্ষেত্রেও সুরক্ষা সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়েছিল। সেইসঙ্গে ডেল্টা এবং উহান প্রজাতির বিরুদ্ধে কোরবেভ্যাক্সের অনাক্রম্যতা সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল হায়দরাবাদের সংস্থা।