জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২২ এপ্রিলের অভিশপ্ত দুপুরে জঙ্গি হানার ক্ষত এখনও দগদগে দেশের বুকꩲে। এরই মাঝে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিলেন বড়সড় ইঙ্গিতবহ বার্তা। যখন এই জঙ্গি হানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পরাদ চড়ছে তখনই ভারতের প্রতিরক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে জনতার উদ্দেশে বলেন,'আপনারা যা চাইছেন তাই হবে।'
দিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবের আয়োজনে আমন্ত্রিত ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী 𓆏রাজনাথ সিং। সেই মঞ্চ থেকে রাজনাথ সিং বলেন,' আপনার সকলেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো করে জানেন। ওনার কাজের ধরণ সম্পর্কেও ভালো করে জানেন। ওঁর দৃঢ়তা আপনারা জানেন। উনি কীভাবে ঝুঁকি নেওয়ার কাজ শিখেছেন নিজের জীবনে তাও আপনারা জানেন। আমি আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা যা চ🃏াইছেন তা হইয়ে ছাড়া হবে।' প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের তরফেও গত কয়েকদিনে একাধিক হুমকি বার্তা এসেছে। তবে উল্লেখযোগ্য বিষয় এই যে, ভারতের কোনও কেন্দ্রীয় মন্ত্রীর তরফে তাঁদের বক্তব্যে কোনও দেশের নাম উঠে আসেনি। অন্যদিকে, পাকিস্তান ক্রমাগত ভারতের বিরুদ্ধে বিষোদ্ঘার করছে। এই অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী হিসাবে রাজনাথ সিং বলেন,' আমাদের সেনারা চিরকালই দেশের ফিজিক্যাল ফর্মকে রক্ষা করেছে। অন্যদিকে, আমাদের জ্ঞানী ব্যক্তিরা ও সন্ন্যাসীরা দেশের আধ্যাত্মকে রক্ষা করেছেন। সেনারা রণভূমিতে আর সন্ন্যাসীরা জীবনভূমিতে যুদ্ধ করেছেন।' রাজনাথ সিং বলেন,' দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে আমার দায়িত্ব, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা দেশের সেনার সঙ্গে, এটা আমার দায়িত্ব, যে আমার দেশকে যারা হামলা করে, তাদের মোক্ষম জবাব দেওয়া।'
( দৈত্যগুরু শুক্র যাবেন বুধের নক্🃏ষত্রে! মে মাসের কখন থে𝓰কে বৃষ সহ ৩ রাশির তুঙ্গে থাকবে সৌভাগ্য?)
( ৬ܫ২💯৫ এ ২০০ পেয়েছে ছেলে! বোর্ডের পরীক্ষায় 'ফেল' সন্তানের জন্য পার্টি বাবা-মায়ের, কেন জানেন?)
এই অনুষ্ঠানে রাজনাথ সিংয়ের ইঙ্গিতবহ বার্তা, ভারতের শক্তি কেবল তার সশস্ত্র বাহিনীতে🌳ই নয়, বরং তার সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায়ও। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর থেকেই দিল্লিতে পর পর হাইভোল্ꩵটেজ বৈঠক শুরু হয়ে গিয়েছে। আজ রবিবার, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বায়ুসেনা প্রধান। এরপর সন্ধ্যা গড়াতেই প্রতিরক্ষামন্ত্রীর তরফে আসে এই বার্তা।