বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়ানো হল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্𒊎ত বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেট করা যাবে। ওই সময়সীমার মধ্যে অনলাইনে বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা। এতদিন সেই সময়সীমা ১৪ জ👍ুন পর্যন্ত ছিল। সেই ‘ডেডলাইন’ শেষ হওয়ার পরই ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে যে আরও তিন মাস বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুযোগ মিলবে। সেই তথ্য আপডেট করার জন্য নিজের পরিচয়পত্র এবং ঠিকানা সংক্রান্ত নথি আপলোড করতে হবে।
কীভাবে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে?
ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, আধারের অনলাইন পোর্টাল থেকে বিনামূল্যে তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা। তবে ‘কমন সার্ভিস সেন্টার’ (সিএসসি) থেকে আধারের তথ্য আপডেট করতে গেলে টাকা লাগবে। অনলাইনে বিনামূল্যে আধারের তথ্য আপডেটের জন্য উপভোক্তাদের //myaadhaar.uidai.gov.in/portal-তে যেতে হবে। আধার নম্বর দিতে লগইন করতে হবে উপভোক্তাদের। আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে 'ওটিপি' আসবে। তারপর ‘Document Update’-তে যেতে হবে উপভোক্ত﷽াদের। নিজেদের তথ্য যাচাই করতে পারবেন। নথি আপলোড করতে পারবেন উপভোক্তারা।
কীভাবে আধার কার্ডের ঠিকানা আপডেট করতে হবে?
১) আধারের পোর্টালে যেতে হꦬবে। 'Proceed to update address'-তে ক্লিক করতে হবে।
২🦹) আধার নম্বর, নথিভুক্ত মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে দিয়ে লগইন করতে হবে।&nꦬbsp;
৩) ঠিকানা সংক্রান্ত বৈধ নথি থাকলে 'Proceed to Uᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚpdate Address'-তে ক্লিক করতে হবে।
৪) ১২ ডিজিটের আধার নম্বর লিখে 'Send OTꦺP'-তে ক্লিক করতে হবে।
৫) ওটিপি টাইপ করে আধার অ্যা𓄧কাউন্টে ক্লিক করতে হবে।&🐎nbsp;
৬) 'Update address via address proof'-তে ক্লিক করে নয়া ঠিকানা ꦉ🔴দিতে হবে।
৭) ঠিকানার প্রমাণ হিসেবে🌠 কোন ধরনের আপলোড করছেন, তা বেছে নিতে হবে।
৮) স্ক্যান করা নথি 🀅আপলোড করতে হব🐻ে এবং 'Submit'-তে ক্লিক করতে হবে।
৯) সেই আবেদন গৃহীত হবে এবং ১০ ডিজিটের ‘Update Request Number (URN)’ পাবেন। সেটা রেখে দ꧒িতে হবে।
আরও পড়ুন: AC bill saving tips: ১ꦦ৮-তে AC না চালিয়ে এই তাপমাত্রা রাখুন, ৩০% কমবে বিদ্যুতের বিল, লাগবে না💞 গরমও
আধার কার্ড আপডেট কি হল? জানবেন কীভাবে?
আপনি অনলাইনে আধার কার্ড আপডেটের জন্য যে আবেদন ♓করেছেন, সেই প্রক্রিয় কতদূর এগিয়েছে, তা জানতে গেলে ‘আপডেট রিকোয়েস্ট নম্বর’ বা URN অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের URN এবং আধার কার্ডের নম্বর দিয়ে থেকে সেটা জানতে পারবেন।