পাক অধিকৃত(পিওꦰকে) কাশ্মীরে সাম্প্রতিক নির্বাচনকে প্রত্যাখ্♏যান করল ভারত। ভারতের সরাসরি জবাব পাকিস্তানের অবৈধ কাজকে চাপা দেওয়ার জন্য ওই এলাকায় ভোটের আয়োজন করা হয়েছিল। গত২৪শে জুলাইয়ের পাকিস্তান ও চিনের মধ্যে একটি মিটিং ও যৌথ বিবৃতির প্রসঙ্গ টেনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়ে দিয়েছেন,' কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।'
গত ২৫শে জুলাই পাক অধিকৃত কাশ্মীরে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরেক ই ইনসাফ জয়লাভ করেছে বলে সূত্রের খবর। এবারই প্রথম এখানে PTI জয়লাভ করেছে। এতদিন ওখান🌳ে পাকিস্তান পিপলস পারꩵ্টির দখলে ছিল গোটা এলাকা। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী এবারের নির্বাচনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলেও বিভিন্ন মহলের মত।
এদিকে পররাষ্ট্র দফতরের মুখপাꦑত্রকে সাপ্তাহিক নিউজ ব্রিফিংয়ের সময় এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা পরিষ্কার করা খুব দরকার যে এই যে ভারতীয় ভূখণ্ডের মধ্য়ে তথাকথিত নির্বাচন এটা আর কিছুই নয় পাকিস্তানের𝓀 অবৈধ কাজকে ঢেকে রাখার একটা প্রয়াস। এই ধরনের সাজানো ব্যাপারের বিরুদ্ধে ভারত প্রতিবাদ করেছে। সেখানকার সাধারণ মানুষও এই প্রয়াসকে প্রত্যাখ্যান করেছে।’
পাক অধিকৃত(পিওকে) কাশ্মীরে সাম্প্রতিক নির্বাচনকে প্রত্যাখ্যান করল ভারত। ভারতের সরাসরি জবাব পাকিস্তানের অবৈধ কাজকে চাপা দেওয়ার জন্য ওই এলাকায় ভ🌳োটের আয়োজন করা হয়েছিল। গত২৪শে জুলাইয়ের পাকিস্তান ও চিনের মধ্যে একটি মিটিং ও যৌথ বিবৃতির প্রসঙ্গ টেনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়ে দিয়েছেন,' কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।'
গত ২৫শে জুলাই পাক অধিকৃত কাশ্মীরে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তানের প্রধ💖ানমন্ত্রীর দল পাকিস্তান তেহরেক ই ইনসাফ জয়লাভ করেছে বলে সূত্রের খবর। 🤪এবারই প্রথম এখানে PTI জয়লাভ করেছে। এতদিন ওখানে পাকিস্তান পিপলস পার্টির দখলে ছিল গোটা এলাকা। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী এবারের নির্বাচনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলেও বিভিন্ন মহলের মত।
এদিকে পররাষ্ট্র দফতরের মুখপাত্রকে সাপ্তাহিক নিউজ ব্রিফিংয়ের সময় এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা পরিষ্কার করা খুব দরকার যে এই যে ভারতীয় ভূখণ্ডের মধ্য়ে তথাকথিত নির্বাচন এটা আর কিছুই নয় পাকিস্তানের অবৈধ কাজকে ঢেকে রাখার একটা প্রয়াস। এ𝓰ই ধরনের সাজানো ব্যাপারের বিরুদ্ধে ভারত প্রতিবাদ করেছে। সেখানকার সাধারণ মানুষও এই প্রয়াসকে প্রত্যাখ্যান করেছে।’
|#+|
তিনি বলেন, ‘মানবিধাকার লঙ্ঘনের পাশাপাশি সেখানকার মানুষের স্বাধীনতাকেও অস্বীকার করেছে পাকিস্তান। ভার🌺তীয় ভূখন্ডে পাকিস্তানের কোনও অধিকার নেই। ভারতীয় ভূভাগকে দখলমুক্ত করার জন্য আমরা পাকিস্তানকে বলছি।’ এদিকে চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতি প্রসঙ্গে তাঁর দাবি, ‘আমরা বার বার পাকিস্তান ও চিনকে বলেছি তথাকথিত চিন-পাকিস্তান ইকোনমিক করিডর ভারতের এলাকার মধ্যে করা হয়েছে যে এলাকাকে পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে।’