Odisha train accident: ওড়িশার ট্রেন দুর্ঘটনাস্থল থেকে পচা গন্ধ কি মানবদেহের? প্রশ্ন উঠতেই রেল জানাল দুর্গন্ধ পচা ডিমের
Updated: 09 Jun 2023, 10:54 PM ISTযশবন্তপুর হাওড়া এক্সপ্রেসের নিচে কি এখনও দেহ কিছু পড়ে আছে? প্রশ্নটা উঠে ছিল পচা গন্ধ ঘিরে। যা ট্রেনের দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে আসছিল। শুক্রবার রেল জানিয়েছে, ওই পচা গন্ধ কোনও মানব দেহের নয়। তা আসছে ওই জায়গা পড়ে থাকা কিছু পচা ডিম থেকে।
পরবর্তী ফটো গ্যালারি