India Inflation August 2022: সোমবার জাতীয় পরিসংখ্যান দফতরের(NSO) প্রকাশিত তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি-ই এই CPI বৃদ্ধির জন্য প্রায় অর্ধেক দায়ী। খাদ্যদ্রব্যের দাম সব মিলিয়ে অগস্টে ৭.৬২% বেড়েছে। এটিই জুলাইয়ে ৬.৭৫% ছিল।
ফাইল ছবি(এডিটেড): পিটিআই
খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি। আর তার ফলস্বরূপ অগস্ট ২০২২-এ ৭%-এ পৌঁছল খুচরো মূল্যস্ফীতি(CPI)। তার আগের মাসেই এই সংখ্যাটা ছিল ৬.৭১%। এই নিয়ে টানা আট মাস মূল্যস্ফীতি আরবিআই-এর ৬%-এর নির্ধারিত উর্দ্ধসীমার উপরে রয়েছে।
সোমবার জাতীয় পরিসংখ্যান দফতরের(NSO) প্রকাশিত তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি-ই এই CPI বৃদ্ধির জন্য প্রায় অর্ধেক দায়ী। খাদ্যদ্রব্যের দাম সব মিলিয়ে অগস্টে ৭.৬২% বেড়েছে। এটিই জুলাইয়ে ৬.৭৫% ছিল।