বৃহস্পতিবার পরীক্ষামূলক ফ্লাইটের পর, সংস্থাকে কয়েকটি পরীক্ষামূলক উড়ান পরিচালনা করতে হবে। তারপরে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এয়ার অপারেটর সার্টিফিকেট (AOC) প্রদান করবে।
ফাইল ছবি: জেট এয়ারওয়েজ
ভারতের আকাশে ফের ডানা মেলল জেট এয়ারওয়েজ। জালান-কালরক কনসোর্টিয়ামের অধীনে ফের উড়ান শুরু করল সংস্থা। বৃহস্পতিবার হায়দরাবাদে হল পরীক্ষামূলক উড়ানও। এয়ার অপারেটরের শংসাপত্র পাওয়ার পথে এক বড় ধাপ পার হল জেট এয়ারওয়েজ।
বৃহস্পতিবার পরীক্ষামূলক ফ্লাইটের পর, সংস্থাকে কয়েকটি পরীক্ষামূলক উড়ান পরিচালনা করতে হবে। তারপরে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এয়ার অপারেটর সার্টিফিকেট (AOC) প্রদান করবে।
Jet Airways পরীক্ষামূলক ফ্লাইটের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছে। এতদিন পর সংস্থার বিমান আকাশে ফেরায় আবেগঘন হয়ে যান বিমানচালকরা। বোয়িং 737 বিমান নিয়ে পরীক্ষা দিয়েছে জেট এয়ারওয়েজ।
বৃহস্পতিবারেরটি টেস্ট ফ্লাইট ছিল। অনেকটা স্কুলের বোর্ড পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার মতো। এখনও ফাইনাল বাকি। এয়ারক্রাফ্টটি দিল্লিতে পৌঁছে গিয়ে। এবার দিল্লি থেকে আগামী পরীক্ষা দিতে হবে Jet Airways-কে।
সেই উড়ানের ব্যাপার-স্যাপারই আলাদা। যাত্রীর আসনে বসবেন ডিজিসিএ আধিকারিক এবং বিমান সংস্থার আধিকারিকরা। কেবিন ক্রু সদস্য নিয়ে একেবারে বাণিজ্যিক ফ্লাইটের মতো মহড়া দিয়ে দেখাতে হয় বিমানসংস্থাকে।