বাংলা নিউজ > ঘরে বাইরে > Ayodhya Ram Temple: এবারের শীতে কি অযোধ্য়া যাবেন? জেনে নিন রামমন্দিরের কাজ কবে পুরো শেষ হবে
পরবর্তী খবর
Ayodhya Ram Temple: এবারের শীতে কি অযোধ্য়া যাবেন? জেনে নিন রামমন্দিরের কাজ কবে পুরো শেষ হবে
1 মিনিটে পড়ুন Updated: 09 Nov 2024, 09:13 PM ISTSatyen Pal
অযোধ্যায় রাম মন্দির, যা প্রাথমিকভাবে ২০২৫ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সম্ভবত সেটা শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে।
অযোধ্যা রামমন্দির।
অযোধ্যায় রামমন্দির। অনেকের মনেই প্রশ্ন কবে শেষ হবে এই মন্দির? তবে জানা গিয়েছে এই রামমন্দির তৈরির ক্ষেত্রে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরি হবে। তবে সেটা অনেকদিন দেরি হবে এমনটা নয়। নির্ধারিত সময়ের থেকে তিনমাস দেরি হবে এই মন্দির তৈরির সম্পূর্ণ হতে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অযোধ্যায় রাম মন্দির, যা প্রাথমিকভাবে ২০২৫ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সম্ভবত ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।
নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেন, 'বর্তমানে আমরা শ্রমিক সংকটে ভুগছি, যার ফলে নির্মাণকাজে বিলম্ব হচ্ছে।
মন্দিরে প্রায় ২০০ জন কর্মীর ঘাটতি রয়েছে এবং কমিটি মন্দিরের প্রথম তলায় কিছু পাথর প্রতিস্থাপনের পরিকল্পনাও করেছে।
মিশ্র জানিয়েছেন, যে প্রথম তলায় কিছু পাথর ‘দুর্বল এবং পাতলা’ বলে মনে হচ্ছে এবং আরও যোগ করেছেন যে তাদের নতুন পাথর দিয়ে প্রতিস্থাপন করা হবে যাতে মূল কাঠামোটি বেশ মজবুত হয়।
প্রাচীর তৈরির জন্য মন্দিরে প্রায় সাড়ে আট লক্ষ ঘনফুট লাল 'বংশী পাহাড়পুর' পাথর পৌঁছে দেওয়া হয়েছে। পর্যাপ্ত শ্রমিকের অভাবে এর নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে।
সম্প্রতি এক বৈঠকে কমিটি মন্দিরের বিভিন্ন অংশ, সীমানা ও প্রদক্ষিণ পথসহ অন্যান্য স্থাপনা নির্মাণের অবস্থা পর্যালোচনা করে।
মন্দিরটিতে ভগবান রামের দরবার এবং জয়পুরের উৎপাদন কেন্দ্র থেকে আশেপাশের ছয়টি মন্দিরের মূর্তিগুলি আনার কাজ এখনও বাকি রয়েছে। ডিসেম্বরের মধ্যে এই মূর্তিগুলি অযোধ্যায় এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রামলালার দুটি মূর্তি, যা ইতিমধ্যেই মন্দির ট্রাস্ট গ্রহণ করেছে, সেগুলিও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে।
তিনি বলেন, ভাস্কর আমাদের আশ্বাস দিয়েছেন যে বছরের শেষের দিকে সমস্ত মূর্তি বসানোর কাজ শেষ হবে।
কমিটির চেয়ারম্যানও জনাকীর্ণ সমস্যার কথা স্বীকার করেছেন এবং বলেছেন যে দর্শনার্থীদের জন্য অ্যাক্সেসযোগ্যতা বাড়ানোর পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। প্রতিদিনের দর্শনার্থীদের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
অযোধ্যা দীপোৎসব
গত সপ্তাহে অযোধ্যায় দীপোৎসব উদযাপন ছিল রাম মন্দির উদ্বোধনের পর প্রথম। উত্তরপ্রদেশ সরকার ২৮ লক্ষেরও বেশি প্রদীপ দিয়ে সরযূ নদীর তীর আলোকিত করে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এতে মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার শিল্পীদের পরিবেশনা এবং উত্তরাখণ্ডের রামলীলা মঞ্চায়ন করা হয়েছিল।