সোমবার গভীর রাতে হরিয়ানার পঞ্চকুলায় দিল্লির বুরারিতে গণআত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এখানে একই পরিবারের সাত সদস্যের রহস্যজনক মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। সেখানে এক দম্পতি, তাদের তিন সন্তান ও দুই বৃদ্ধ সন্দেহজনক পরিস্থিতিতে বিষপান করেন। সাতজনকেই ২৬ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন বাদে বাকিদের মৃত বলে ঘোষণা করা হয়। পরে পরিবারের একমাত্র জীবিত সদস্যেরও মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। (আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাতে চিনের ভূমিকা নিয়ে ইয়র্কার, স্ট্রেট ড্রাইভ খেললেন জয়শঙ্কর)
আরও পড়ুন: গলাবাজি করে গলা শুকিয়েছে পাকিস্তানের, ভারতের সামনে কাকুতি মিনতি শেহবাজের!
জানা যায়, সোমবার রাত সওয়া ১২টা নাগাদ সেক্টর ২৭-এ একটি ফাঁকা জমির সামনে পার্ক করা একটি গাড়ি থেকে প্রবীণ মিত্তল (৪২), তাঁর স্ত্রী, তিন সন্তান (এক ছেলে ও দুই মেয়ে) এবং প্রবীণের বৃদ্ধ বাবা-মাকে সন্দেহজনক পরিস্থিতিতে পাওয়া যায়। পথচারীরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একটি অ্যাম্বুলেন্স ডেকে সাতজনকে ২৬ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। প্রবীণ ছাড়া পরিবারের বাকি সব সদস্যকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রবীণকে ৬ নম্বর সেক্টরের একটি সরকারি হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। (আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির থেকে 'ধাম' মুছতেই হবে মমতাকে? বড় পদক্ষেপের পথে পুরী)
আরও পড়ুন: বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হল হিন্দু গ্রাম, সংখ্যালঘু অধিকার নিয়ে ইউনুস বললেন…
তদন্তে নেমে গাড়ি থেকে শিশুদের স্কুল ব্যাগ, খাদ্যদ্রব্য, জামাকাপড়সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চকুলার ডিসিপি হিমান্দ্রি কৌশিক, ডিসিপি ক্রাইম অমিত দাহিয়া। সিন অফ ক্রাইম টিম ও এসএফএল টিমও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। বেসরকারি হাসপাতালে পার্ক করা মৃত পরিবারের উত্তরাখণ্ডের নম্বর গাড়িটিও খতিয়ে দেখেন তারা। প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাটিকে গণআত্মহত্যা বলে ধারণা করছে।
জানা গিয়েছে, এই পরিবারটি পঞ্চকুলায় একটি ভাড়া বাড়িতে থাকত। পুলিশ সূত্রে খবর, পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, প্রবীণ মিত্তলের পরিবারের বিপুল ঋণ ছিল। কিছুদিন আগে তিনি দেরাদুনে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসা শুরু করেছিলেন। তাতেও তাদের লোকসান হয়েছিল। ঋণের ভারে জর্জরিত হয়েই পরিবারটি এত বড় পদক্ষেপ নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনা নিয়ে ডিসিপি হিমাদ্রি কৌশিক জানিয়েছেন, পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তদন্তে নেমেছে পুলিশের একটি দল।