সোমবার সকালে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালাল সশস্ত্র বিচ্ছিনতাবাদীরা। ঘটনাটি ঘটেছে কাংপোকপি জেলায়। এই অতর্কিত হামলায় একজন নিরাপত্তা কর্মী জখম হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক জানান, জিরিবাম জেলায় যাওয়ার কথা ছিল এন বীরেন সিংয়ের। সেখানে সম্প্রতি একজনের মুণ্ডচ্ছেদ করে দুষ্কৃতীরা। এই সফরের আগেই বীরেনের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা আগাম গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করতে চেয়েছিলেন। সেই অ্যাডভান্স টিমের ওপরেই হামলা হয়। (আরও পড়ুন: বাড়বে ইনসেন্টিভ! ভোট ম🅠িটতেই বদলে যাবে সরকারি কর্মীদের বেতন কাঠামඣো?)
আরও পড়ুন: একদিনে ৬০০০ পয়েন⛄্টের পতন অতীত, ৭৭০০০-এর গণ্ডি পার করে ইতিহাস সেনসেক্সের
আরও পড়ুন: বেতন বা ভাতা আটকে রাখা কি প্রতারণামূলক অপরাধ? 🍒বড় পর্যবেক্ষণ আদালতের
রিপোর্ট অনুযায়ী, জাতীয় সড় নং ৩৭-এ এই হামলাটি ঘটে। নিরাপত্তা দলটি ইম্ফল থেকে জিরিবাম জেলার দিকে যাচ্ছিল তখন। সেই সময় কাংপোকপি জেলার কোটলেনের কাছে টি লাইজাং গ্রামে হামলার শিকার হয় তারা। সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ এই হামবার ঘটনাটি ঘটেছিল। এদিকে এই জিরিবাম জেলায় মুণ্ডচ্ছেদের ঘটনার পরই হিংসা ছড়িয়ে পড়েছে। বহু মা꧒নুষের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনেক সরকারি অফিসেও হামলা চালানো হয়। কয়েকশো মানুষ এল🌳াকা ছেড়ে চলে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ৩ মে থেকে জাতিগত হিংসার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভ♑াবিক হয়নি অবস্থা। এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছে। এরই মধ্যে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। অভিযোগ উঠেছে কুকি ‘জঙ্গিরা’ অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আবহে কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে সেই রাজ্যে।