মাস দুয়েক আগের ঘটনা। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ আসন হিসাবে পরিচিত, 'অকাল তখত'-এর পক্ষ থেকে শিরোমণি অকালি দলের তৎকালীন সভাপতি সুখবীর সিং বাদলকে দোষী সাব্যস্ত করাไ হয়।
সুখবীরের ♊বিরুদ্ধে ধর্মীয় অপরাধ করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই তাঁকে দোষী সাব্যস্ত করে অকাল তখত এবং 'তনখিয়🌳া' বলে ঘোষণা করে। এই প্রেক্ষাপটে শনিবার শিরোমণি অকালি দলের কার্যানির্বাহী কমিটির তরফ থেকে জানানো হয়, পদত্যাগ করেছেন সুখবীর।
দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ৬২ বছরের সুখবীর সিং বাদল সভাপতি পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি অন্য়ান্য পদ থে𓄧কেও পদত্যাগ কর🌞েছেন।
প্রসঙ্গত, শিরোমণি অকালি দলের নিয়ম অনুসারে, পাঁচ বছর অন্তর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শেষবাꦺর সেই নির্বাচন হয়েছিল ২০১৯ সালের🌟 ১৪ ডিসেম্বর। সেই হিসাব অনুসারে, আগামী মাসেই পরবর্তী নির্বাচন হওয়ার কথা। তার আগেই পদত্যাগ করলেন সুখবীর।
আর পরিস্থিতি যা তৈরি হয়েছে, তা থেকে মনে হচ্ছে - আগামী মাসের নির্বাচনে বাদল পরিবারের কোনও সদস্য এই লড়াইয়ে সামিল হবেন না। যা নিয়ে দলীয় রাজনীতিতে বটেই, এমনকী পঞ্জাবের 𓂃রাজ্য রাজনীতি এবং জাতীয়স্তরেও আলোচনা শুরু হয়েছে।
কা❀রণ, প্রায় তিন দশক ধরে শিরোমণি অকালি দলের ন💙েতৃত্ব নিজেদের হাতেই রেখেছিল বাদল পরিবার। অবশেষে সেই অলিখিত নিয়মে বদল আসতে চলেছে বলেই মত সংশ্লিষ্ট মহলের।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, সুখবীর সিং বাদল পদত্যাগ করার পরই জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক দিয়েছেন শিরোমণি অকালি দলেꦰর কার্যনির্বাহী কমিটির সভাপতি বলবিন্দಞর সিংহ ভুন্দর।
সূত্রের দাবি, সোমবার (১৮ নভেম্বর, ২০২৪) চণ্ডীগড়ে দলের ক🃏ার্যালয়ে ওই বৈঠক অনুষ্🦩ঠিত হবে। মনে করা হচ্ছে, আগামী দিনে কোন পথে দল পরিচালিত হবে, সোমবারের বৈঠকে সেই সূত্র পাওয়া যেতে পারে।
এছাড়াও, পাঁচ বছরের নির্বাচনী মেয়াদ মেনে আগা✱মী ১৪ ডিসেম্বর নতুন সভাপতি নির্বাচনের জꦿন্য ভোটাভুটির ব্যবস্থা করতে পারে দলীয় নেতৃত্ব।
প্রসঙ্গত,ꦅ পঞ্জাবের রাজনীতি ও প্রশাসনে বাদল পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুখবীরের বাবা প্রকাশ সিং বাদল 𒉰দীর্ঘদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে আসীন থেকেছেন।
এর পাশাপাশি ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি শিরোমণি অকালি দলের সভাপতিও ছিলেন। পরবর্তীতে সেই ෴পদে বসেন তাঁর ছেলে সুখবীর। কিন্তু, আসন্ন নির্বাচনে ব🍷াদল পরিবারের বাইরের কেউই সভাপতি নির্বাচিত হতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তেমনটা হলে নয়া ইতিহাস রচিত হবে।