জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়♉ের ভাই অনমোল বিষ্ণোইয়ের নামে পুর🅰স্কার ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তারা জানিয়েছে, অনমোলকে ধরিয়ে দিতে পারলেই পাওয়া যাবে ১০ লক্ষ টাকা!
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদ⛄ন অনুসারে, এনআইএ-র অধীনে থাকা দু'টি মামলায় অনমোলের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়েছে। ওই দু'টি মামলা দায়ের করা হয়েছিল ২০২২ সালে।
এনআইএ তাদের তদন্তে জানতে পেরেছে, ইতিমধ্যেই ভারত ছেড়ে পালিয়েছে অনমোল বিষ্ণোই। আর এরꦦ জন্য একটি জাল পাসপোর্ট ব্যবহার করেছে সে।
উল্লেখ্য, গত এপ൲্রিল মাসে ফেসবুকে একটি পোস্ট করে অনমোল। তাতে সে দাবি করে, অভিনেতা সলমন খানের বাড়ির সামনে যে গুলিচালনার ঘটনা ঘটেছে, সেই কাণ্ড তারই কীর্তি!
এছাড়াও, পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার খুনের ঘটনাতেও অনমোল জড়িত রয়েছে বলে দাবি এনআইএ গোয়েন্দাদের। তাঁদের বক্তব্য, মুসেওয়ালার খুনিদের অস্ত্র সরবরাহ করা ছাড়♓াও তাদের অন্যান্যভাবে সাহায্য করেছিল এই অনমোল। উল্লেখ্য, ২০২২ সালের ২৯ মে আততায়ীদের গুলিতে খুন তরুণ গায়ক সিধু মুসেওয়ালা।
এনআইএ-র তরফে আরও জানা গিয়েছে, সব মিলিয়ে অনমোল বিষ্ণোইর বিরুদ্ধে মোট ১৮টি মামলা ঝুলছে। তার বিরুদ্ধে মুক্তিপণ আদায়-সহ একগুচ্ছ 🌞অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগে অনমোল বিষ্ণোইকে খুঁজছে এনআইএ। আর সেই কারণেই আমজনতার কাছে সাহায্য চাওয়া হয়েছে। 🐭সাধারণ নাগরিকদের এই বিষয়ে উৎসাহ দিতে অনমোলের নামে ইনাম ঘোষণা করা হয়েছে।
এই প্রসঙ্গে এক আধিকারিক ইন্ডিয়ানജ এক্সপ্রেসকে জানিয়েছেন, 'সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনআইএ গোয়েন্দারা অনমোলের গলার স্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন। যাতে তাঁদের কাছে থাকা নমুনার সঙ্গে তা মিলিয়ে দেখা যায়। অনমোলের বিরুদ্ধে প্রযুক্তিগত পোক্ত প্রমাণ সংগ্রহ করার পরই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করার হবে।'
গত বছর স্বরাষ্ট্র মন্ত্রক ক❀ুখ্য়াত গ্যাংস্টারদের যে তালিকা তৈরি করেছিল, সেই তালিকায় অনমোল বিষ্ণোইয়েরও নাম রয়েছে। এছাড়া, ২০২৩ সালে এনআইএ মোট ১৪ জনের বিরুদ্ধে একটি চার্জশিট জমা করে। তাতে লরেন্স বিষ্ণোই এবং তার এই গুণধর ভাইয়ের নামও রয়েছে।
চার্জশিটে দুই ভাইয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করা এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। বিখ্যাত ব্যক্তিদের খুনের ঘটনায় নাম জড়িয়েছে এই দুই ভাইয়ের। তাদের ন🐲িশানায় সমাজকর্মী থেকে শুরু করে ধর্মগুরু, অভিনেতা, সঙ্গীত শিল্পী, ব্যবসায়ী-সহ অনেকেই রয়েছেন বলে জানা গিয়েছে।
সংশ্লিষ্ট চার্জশিটে এনআইএ জানিয়েছে, 'এই চক্রীদের সঙ্গে শুধু যে পাকিস্তানের ষড়যন্ত্রীদের সম্𒆙পর্ক রয়েছে, তাই নয়। এদের সঙ্গে কানাডা, নেপাল এব𝓀ং অন্যান্য দেশে বসবাসকারী খলিস্তানপন্থীদেরও যোগাযোগ রয়েছে।'
অন্যদিকে, শুক্রবারই দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের সাতজন শুটার বা বন্দুকবাজকে গ্রেফতার করেছে। তাদের পঞ্জাব-সহ দেশের নানা প্রান্ত থেকে পাকড়াও করা হয়েছ🎐ে।