রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরিদের সঙ্গে দেখা করে বিরোধী 𒀰ঐক্যে শান দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই আবহে এবার প্রশান্ত কিশোরকে তোপ দেগে চাঞ্চল্যকর মন্তব্য করলেন জেডিইউ নেতা। বিরোধী জোটে প্রশান্ত কিশোরের ভূমিকা কী হতে পারে, তღা নিয়ে প্রশ্ন করা হলে নীতীশ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করাই প্রশান্ত কিশোরের ব্যবসা। বিহারে আমাদের জন্য তাঁর কিছু করার নেই।’
এর আগে আরজেডি-জেডিইউ সরকার গঠনের পর এক জনসভায় নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রশান্ত কিশোর বলেছিলেন, ‘নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদে লেগে থাকার জন্য ফেভিকল (আঠ🔜ার ব্র্যান্ড) ব্যবহার করেন। অন্যান্য দলগুলি তাঁকে ঘিরে ঘুরতে থাকে।’ পিকে আরও বলেছিলেন, ‘যদি আগামী এক থেকে দুই বছরে পাঁচ থেকে দশ লক্ষ চাকরি দেওয়া হয়, তাহলে আমি আমার জন সূরজ অভিযান প্রত্যাহার করব এবং নীতীশ কুমার সরকারকে সমর্থন করব। আমি বিহারের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছি মাত্র তিন মাস হয়েছে। এরই মধ্যে রাজ্যের রাজনীতি ১৮০ ডিগ্রি বাঁক নিয়েছে। রাজ্য অদূর ভবিষ্যতে আরও রাজনৈতিক উত্থান প্রত্যক্ꦺষ করবে।’
এই আবহে নীতীশ ꦍপালটা জবাব দিতে গিয়ে বললেন, ‘উনি অনেক কথাই বলছেন। হতে পারে তিনি বিজেপির সঙ্গে থাকতে চান। হতে পারে, তিনি গেরুয়া শিবিরকে সাহায্য করতে চান।’ নীতীশ আরও বলেন, ‘প্রশান্ত কিশোরের মন্তব্যের কোনও প্রাসঙ্গিকতা নেই। ২০০৫ সাল থেকে আমরা কী কাজ করেছি, কতটা করেছি তার কতটা জানেন পিকে? উনি শুধু ভুল কথা বলেন। কেউ যখন এরকম কথা বলতে থাকেন, তখন বোঝা উচিত ওনার মনে কিছু আছে। বিহারে উনি উনি যা করতে চাইছেন করুন। তবে তাঁর মন্তব্যের কোনও গুরুত্ব নেই।’