1 মিনিটে পড়ুন Updated: 22 Feb 2023, 06:40 PM ISTSatyen Pal
চলতি সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার এয়ার ইন্ডিয়ার এই নন স্টপ বিমানের গতিপথ বদলে দেওয়া হল। সোমবার একটি বিমানকে মেডিক্যাল এমার্জেন্সির জেরে দ্রুত লন্ডনের হিথরো বিমানবন্দরে নামানো হয়েছিল। তারপর এদিন ফের সেই ধরনের নন স্টপ বিমানকে নামানো হল স্টকহোমে।
এয়ার ইন্ডিয়ার বিমান Photographer: Indranil Aditya/Bloomberg
নিউইয়র্ক-দিল্লি নন স্টপ ফ্লাইট। বোয়িং ৭৭৭। এবার সেই বিমানই জরুরী অবতরণ করল সুইডেনের স্টকহোম বিমানবন্দরে। সূত্রের খবর, বিমানের একটি ইঞ্জিনে তেল লিকেজ ধরা পড়েছিল। এরপর সেটি দ্রুত সুইডেনের বিমানবন্দরে জরুরী অবতরণ করে। বিমানে ৩০০জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন। এদিকে বিমানটি জরুরী অবতরণ করছে এই খবর পেয়েই বিমানবন্দরে দ্রুত দমকলবাহিনী সহ অন্য়ান্য় এমার্জেন্সি সার্ভিসকে মোতায়েন করা হয়।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তেল লিক করার বিষয়টি আঁচ করেই একটি ইঞ্জিনকে বন্ধ করে দেওয়া হয়। এরপর সেটি নিরাপদেই স্টকহোম বিমানবন্দরে অবতরণ করেছে। নামার পর বিমানটি পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে, দুনম্বর ইঞ্জিন থেকে তেল বের হচ্ছিল। এনিয়ে বিস্তারিত পরীক্ষা করা হচ্ছে।
এদিকে বিবৃতিতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই বিমানে একটি টেকনিকাল ত্রুটি ধরা পড়েছিল। এরপর বিমানটি স্টকহোম বিমানবন্দরে নামানো হয়। বিমানে ২৮৪জন প্রাপ্ত বয়স্ক যাত্রী ও আটজন শিশু ছিল বিমানে। তবে নিরাপদেই স্টকহোম বিমানবন্দরে নেমেছিল বিমানটি। যাত্রীদের খাবার সহ অন্য়ান্য সহায়তা দেওয়া হয়েছে। এরপর ইমিগ্রেসনের যাবতীয় ছাড়পত্র দিয়ে তাদের স্টকহোমের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। তার মধ্য়ে বিমানটিকে ভালো করে পরীক্ষা করে দেখা হচ্ছে।