অস্বস্তিতে পড়লেন কেন্দ্রীয় জলশক্তি এবং রেলওয়ে প্রতিমন্ত্রী তথা কর্ণাটকের বিজেপি সাংসদ ভি সোমান্না। তাঁর ছেলে অরুণ বিএসের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ। ব্যবসায় এক দম্পতির সঙ্গে আর্থিক প্রতারণা, হুমকি এবং হেনস্থা করার অভিযোগে তাঁর বিরুদ🍌্ধে পুলিশ মামলা রুজু করেছে।
আরও পড়ুন: মেয়ে ব𒊎লে কলকাতার ছেলেকে ফোন, তুলে নেয় নগ্ন ভিডিয়ো, ৩৬ লাখের প্রতারণা, ধৃত যুবক
অরুণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, কꩲর্ণাটকের সঞ্জয়নগরের ৪০ বছর বয়সি এক মহিলা। তাঁর অভিযোগ, অরুণ এবংও তাঁর স্বামী ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চালু করেছিলেন। প্রথমের দিকে সংস্থাটি ক্ষতির সম্মুখীন হচ্ছিল। মহিলার দাবি, যৌথ উদ্যোগে তাদের অংশ হিসাবে অরুণকে ৮১ লক্ষ টাকা করে দেওয়ার কথা হয়েছিল। তারপরেও অরুণ তাদের ৬৫ লক্ষ টাকা বেশি দিতে বাধ্য করেন। সেই টাকা দিতে তারা অস্বীকার করলে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ।
মহিলা অভিযোগে জানিয়েছেন, সংস্থাটি আর্থিক ক্ষতির সম্মুখীন হলে তাঁর স্বামী অরুণের কাছে কারণ জানতে চেয়েছিলেন। কিন্তু, অরুণ তার কোনও উত্তর দেয়নি। এরপর অরুণ তাঁর স্বামীকে কর্মীদের সামনে গালিগালাজ করেন এবং তাঁর লাভের অংশ ৩০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার কথা বলেছিলেন। পরে অরুণ সংস্থা চালিয়ে যাওয়ার জন্য জয়প্রকাশ নামে একজনের সাহায্য নেন। এরফলে ওই দম্পতিকে চরম আর্থিক সংকটে পড়েন। শুধু তাই নয়, তারপরেও অরুণ তাদের টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাক𒀰েন। সেই সময় দেশজুড়ে কোভিড লকডাউন ছিল। ফলে সেই অর্থ পꦬ্রদান করা দম্পতির পক্ষে সম্ভব ছিল না বলে জানান।