পাকিস্তানের বায়ুসেনার হামলায় আফগানিস্তানের মাটিতে মৃত্যু হয়েছে ৪৬ জনের। এমনই দাবি করল সেখানকার তালিবান সরকার। এদিকে পাকিস্তানের দাবি, আফগানিস্তানে লুকিয়ে থাকা পাকিস্তানি তালিবানের আস্তানায় এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানে অবস্থিত একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বায়ুসেনা। ইসলামাবাদের সূত্র দাবি করছে, সেই অভিযানে পাক তালিবানের প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে। সেই অভিযানে কয়েকজন জঙ্গিও মারা গিয়েছে বলে দাবি করে পাকিস্তানি সরকারি সূত্র। এদিকে নিজেদের মাটিতে প্রতিবেশীদের এই হামলা হজম করতে পারছে না আফগান তালিবান। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তারা। (আরও পড়ুন: AT��M-এর পাশাপাশি ই-ওয়ালেটেও মিলতে পারে PF-এর টাকা? RBI-এর সা🌼থে আলোচনা সরকারের)
আরও পড়ুন: '৭ তারিখ দেখব, নয়ত…', ড𓄧িএ মামলায় বড় পদক্ষেপের পথে সরকারি কর্মীরা🎶? 'ভয়টা' কীসের?
উল্লেখ্য, আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মহম্মদ সাদিক দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কাবুল সফরে গিয়েছিলেন সম্প্রতি। সেই সফরের কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়। পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানের ধারাবাহিক বিমান হামলা চালানো হয়েছে। আফগানিস্তান ভিত্তিক খামা প্রেস দাবি করেছে, গত ২৪ ডিসেম্বর রাতে লামানসহ সাতটি গ্রাম লক্ষ্য করে চালানো ওই হামলা চালানো হয়। বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছে এই হামলায়। (আরও পড়ুন: 'বন্ধু সেজে বাংলাদেশে ডাকাতি',🐼'আজব যুক্তিতে' মুক্তি💦যুদ্ধ নিয়ে ভারতকে তোপ জামাতের)
আরও পড়ুন: ঢাকায় সচিবালয়ে আগুন, জ্বলছে আসিফ-নাহিদদের মন্ত্রকের ভবন, মৃওত ১ দমকলকর্মী
এদিকে পাকতিকায় বিমান হামলার পর পাল্টা জবাব দেওয়ার 'প্রতিশ্রুতি' দিয়েছে তালিবান প্রতিরক্ষꦕা মন্ত্রক। এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে তালিবানের তরফ থেকে। তারা এই হামলাকে 'পাশবিক' এবং 'কাপুরুষোচিত' আখ্যা দিয়েছে। এই নিয়ে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার বৈধ অধিকার রয়েছে তাদের। এদিকে দাবি করা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্তরা 'ওয়াজিরিস্তানি শরণার্থী'। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, 'মঙ্গলবার রাতে পারিস্তান বারমাল জেলার চার জায়গায় বোমা বর্ষণ করে। এর জেরে মোট মৃতের স🍌ংখ্যা ৪৬। মৃতদের অধিকাংশই মহিলা এবং শিশু।'