তেলুগু দেশম পার্টি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে দুর্নীতি মামলায় অন্তরবর্তীকালীন জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট। চার সপ্তাহের জন্য এই জামিন মঞ্জুর করা হয়েছে অন্ধ্র হাই কোর্টের তরফে। চন্দ্রবাবুর আইনজীবীর দাবি ছিল, ভিত্তিহীন ভাবে রাজনৈতিক কারণে চন্দ্রবাবুকে গ্রেফতার করা হয়েছে। এই আবহে আপাতত অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্বস্তি দিল উচ্চ আদালত। (আরও পড়ুন: সরকারি মদতে হ্যাক হতে পার♋ে আইফোন, অ্যাপল নাকি অ্যালার্ট পাঠিয়েছে শশী-মহুয়াদের)
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ভোরে তেলুগু দেশম পার্টির সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছিল নান্দিয়াল রেঞ্জের পুলিশ। নান্দিয়াল রেঞ্জের ডিআইজি রঘুরামি রেড্ডি এবং ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার🥃্টমেন্ট (সিআইডি)-এর আধিকারিক সহ পুলিশের একটি বিশাল দল চন্দ্রবাবুকে হেফাজতে নিয়েছিল সেদিন। চন্দ্রবাবুকে গ্রেফতার করতে ভোররাত ৩টে নাগাদ হানা দিয়েছিল পুলিশ। পরে সকাল ৬টা নাগাদ তাঁকে হেফাজতে নিয়েছিল পুলিশ। জানা যায়, অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নাইডুকে।
আরও পড়ুন: ဣগ্যাস সিলিন্ডারে ভর্তুকি এবার বেড়ে ৫০০, দিওয়ালির আগে বড𒁏় ঘোষণা সরকার পক্ষের
ফৌজদারি কার্যবিধির ধারা ৫০(১)(২)-এর অধীনে জারি করা নোটিশ অনুসারে, পুলিশ চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭, ১০৯, ১২০(৮), ১৬৬, ১৬৭, ২০১, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ নং ধারার অধীনে মামলা করা হয়েছিল। তাছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর অধীনেও মামলা রুজু করা হয় তাঁর নামে। এই আবহে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে। তবে তাঁর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে এর আগে নিম্ন আদালতের তরফে চন্দ্রবাবুর সেলে এসি লাগানোর অনুমতি༺ দিয়েছিল। আর এবারে উচ্চ আদালতে চার সপ্তাহের জন্য জামিন পেলেন চন্দ্রবাবু। এর ফলে অন্ধ্রের রাজনীতিতে নয়া মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে।