উত্তরকাশীতে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯জন। বৃহস্পꦆতিবার রাতের দিকে আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিংয়ের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।
ওই বিবৃতিতে♔ জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধারকাজ এখনও চলছে। আবহাওয়ার🎃 একটু উন্নতি হলে হেলিকপ্টারে উদ্ধার কাজও শুরু হয়ে যাবে।
এদিকে শিক্ষানবিশ ১০জন পর্বতারোহীর খোঁজেও জোর তল্লাশি চলছে এলাকায়। অ্য়াডভান্স বেস ক্যাম্প মানে মোটামুটি ১৩, ৬০০ ফুট উচ্চতায় ১৯টি দেহের মধ্যে মাত্র চারজনের দেহ আনা সম্ভব হয়েছে। ভারতীয় বায়ুসেনার দুটি চিতা হেলিকপ্টার দেহ নিয়ে মাতলি হেলিপ্য়াডে নামার চেষ্টা করেছিল। কিন্তু খারাপ আবহ♏াওয়ার জন্য কেবলমাত♐্র হর্ষিল হেলিপ্যাডে নামানো সম্ভব হয়েছে।
জেলা ডিজাস্টার ম্য়ানেজমেন্ট অফিসার দেবেন্দ্র🐽 পাতোয়াল জানিয়েছেন, সড়কপ🐓থে দেহ উত্তরকাশীতে আনার চেষ্টা চলছে। সূত্রের খবর, মৃত ১৯জনের মধ্য়ে ১৭জন ট্রেনিস ও ২জন ইনস্ট্রাক্টর।
দুজন মৃত ইনস্ট্রাক্টরের মধ্যে একজন ২৬ বছরের সবিতা কান্সওয়াল। তিনিই প্রথম ভারতীয় 🅺মহ🎉িলা যিনি মাউন্ট এভারেস্টে ও মাউন্ট মাকালুতে চড়েছিলেন মাত্র ১৬দিনের মধ্যে।