পাকিস্তানের মুখোশ খুলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের মুখোশ খুলে স্বরূপ ফাঁস করে দেওয়ার জন্য যে সর্বদলীয় প্রতিনিধিদল বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে বহরমপুর সাংসদ ইউসুফ পাঠানের পরিবর্๊তে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তৃণমূলের তরফে অভিষেককে পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তারপরই অভিষেকের নাম চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
পাকিস্তানের সঙ্গে খেলা হবে, দাবি তৃণমূলের
তৃণমূলের তরফে অবশ্য সরকারিভাবে সেইসব ফোনালাপের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। পশ্চিমবঙ্গের শাসক দলের তরফে শুধু বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সন্ত্রাসবাꦡদের বিরুদ্ধে সরব হতে ভারত যে সর্বদলীয় প্রতিনিধিদল পা🅘ঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।’
আর অভিষেক যে ভারতের প্রতিনিধিত্ব করতে এবং সন্ত্রাস নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিদেশে যাবেন, সেটাকে তৃণমূলের তরফে রীতিমতো ‘জয়’ হিসেবে তুলে ধরা হচ্ছে। তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ও দেশের পক্ষে প্রচারে, আন্তর্জাতিক প্রতিনিধি দলে তৃণমূলের পক্ষ থেকে থাকছেন স্বয়🐭ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা হবে!’
আরও পড়ুন: দক্ষিণেশ্বর স্টেশন দেখি📖য়েছিল পাক ‘চর’ জ্যোতি, ঘඣুরেছিল হাওড়া, থেকেছিল শিয়ালদায়
ইউসুফকে শেষমুহূর্তে সরিয়ে অভিষেককে ‘টিমে’ আনল তৃণমূল
যদিও প্রাথমিকভাবে অভিষেককে বেছে নেয়নি কেন্দ্রীয় সরকার। বরং কূটনৈতিক দৌত্যের জন্য যে প্রতিনিধিদল বেছে নেওয়া হয়েছিল, তাতে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম ছিল। কিন্তু তাতে আপত্তি জানায় তৃণমূল।꧃ সোমবার খোদ অভিষেক জানান, কোন দল থেকে কতজন সাংসদ যাবেন, সেটা নির্ধারণ করতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু কোন দলের প্রতিনিধিত্ব করে করবেন, সেটা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট দলেরই। সেই পরিস্থিতিতে ইউসুফের নাম ফিরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: এসেছিল কলকাতা, ঘুরেছ♊িল শিলিগুড়✤িতে, পাকিস্তানি 'চর' জ্যোতি গিয়েছিল বাংলাদেশেও
এমনকী অভিষেক এই প্রস্তাবও দেন যে সাংসদদে𝓀র পরিবর্তে বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে ভারতীয় জওয়ান, শহিদ পরিবারের সদস্য বা প্রাণরক্ষা পাওয়া মানুষদের পাঠানো হোক। যদিও শেষপর্যন্ত আসাউদ্দিন ওয়াইসি-সহ বাকি সাংসদদের সঙ্গে বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে অভিষেকের নাম বেছে নিয়ে𝔍ছে তৃণমূল।
আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখা থেকেই ট্যাঙ্ক ব্যবহার করে পাকিস্তানে আ🉐ঘাত ভারতের! দাবি রিপোর্টে
কাশ্মীরে ৫ সদস্যের দল পাঠাচ্ছে তৃণমূল
সেইসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। তাঁরা শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরিতে যাবেন। যাঁরা আন্তঃসীমান্ত সন্ত্রাসের শিকার হয়েছেন, যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ 🦩করবেন ডেরেক ও'ব্রায়ান, নাদিমুল হক, মানস ভুঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতাবালা ঠাকুররা।