পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি রেসিডেন্সি কার্ড পাওয়ার পর স্ত্রী প্রীতি চোকসিকে নিয়ে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে বসবাস করছেন বলে জানা গেছে। মিডিয়া রিপোর্টে তেমনটাই জানা গিয়েছে। 𒊎
ক্যারিবিয়ান-কেন্দ্রিক সংবাদমাধ্য♋ম অ্যাসোসিয়েটেড টাইমস অনুসারে, ভারতীয় কর্তৃপক্ষ বেলজিয়ামকে ভারতে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে ভারতীয় কর্🎶তৃপক্ষ এখনো এ খবরের সত্যতা নিশ্চিত করেনি।
সাড়ে ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ভারত থেকে পলাতক মেহুল চোকসি বেলজিয়াম যাওয়ার আগে অ্যান্টিগুয়া ও বারবুডায় থাকতেন বলে মনে করা হয়েছিল। তাঁর স্ত্রী প্রীতি বেলজিয়ামের নাগরিক🌠।
দেশে'এফ রেসিডেন্সি কার্ড' পাওয়ার পর ♋মেহুল চোকসি বর্তমানে তাঁর স্ত্রী প্রীতি চোকসিকে নিয়ে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে রয়েছেন। রিপোꦉর্ট অনুসারে তেমনটাই জানা গিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারতে প্রত্যর্পণ এড়াতে চোকসি ಞবেলজিয়ামে বসবাসের অনুমতি পেতে ভ꧑ুয়ো ও বিভ্রান্তিকর নথি ব্যবহার করেছিলেন।
প্রতিবেদনে উদ্ধৃত সূত্রের দাবি, মেহুল চোকসি বেলজিয়াম কর্তৃপক্ষের কাছে ‘মিথ্যা ঘোষণা’ এবং ‘জাল নথি’ জমা দিয়েছিলেন, আ𝐆বেদন প্রক্রিয়া চলাকালীন তাঁর ভারতীয় এবং অ্যান্টিগার নাগরিকত্ব গোপন করেছিলেন।