Andhra Pradesh Exit Poll Prediction: ১৫১ থেকে নামবে ১৪! চন্দ্রবাবু-মোদী ঝড়ে অন্ধ্রে ধসে যাবে জগন, ইঙ্গিত এক্সিট পোলে Updated: 02 Jun 2024, 09:19 AM IST Ayan Das চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদীর মিলিত ঝড়ে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে কার্যত মুছে যেতে পারে ওয়াইএস জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপি। এমনই ইঙ্গিত দেওয়া হল একাধিক বুথফেরত সমীক্ষায়। তবে কয়েকটি সমীক্ষা আশা জোগাবে জগনমোহনকে।