ISL 2023-24 Standings: ডার্বি ড্র করে সুবিধে হল না বাগানের, লাল-হলুদ পয়েন্ট টেবলে এক ধাপ উঠল, BFC কে হারিয়ে চমক পঞ্জাবের Updated: 03 Feb 2024, 10:54 PM IST Tania Roy আইএসএলে হাফ ডজন ডার্বি হারের পর সপ্তম বারে এসে অবশেষে প্রথম পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। তবে ম্যাচ জেতা হল না। প্রত্যাবর্তন হল না মোহনবাগানেরও। নেওয়া হল না বদলাও। শনিবার ২-২ গোলে ড্র আইএসএলের প্রথম ডার্বি। যার জেরে দুই দলই বড় ধাক্কা খেল পয়েন্ট টেবলে।