আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ৯টি রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই আবহে হিন্দুস্তান টাইমস সব বড় দলগুলির প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখেছে। দুই জোটের মধ্যে ইন্ডিয়া-তে যে অন্তর্দ্বন্দ্ব বেশি, তা এই দফার ভোটে আরও স্পষ্ট হয়েছে।