২০২১ সালের পুরভোটে কলকাতার অধীনে থাকা ১৪৪টি ওয়ার্ডের ১৩৭টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি ও সিপিএম জিতেছিল মাত্র ২টি করে ওয়ার্ডে। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে সেই সমীকরণ বদলে গেল। কলকাতার সব লোকসভা আসন তৃণমূল নিজেদের দখলে রেখেছে। কিন্তু হারিয়েছে ওয়ার্ড।